মৃত্যু নাকি অমরত্ব ! বেঁচে আছেন ১৮৪ বছর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মৃত্যু নাকি অমরত্ব ! বেঁচে আছেন ১৮৪ বছর। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে জন্মগ্রহনকারী এই ১৮৪ বছর বয়সি এই ব্যাক্তির নাম মহাশতা মুরাসি। তার কথা অনুযায়ী তার ছেলে মেয়ে ও তার নাতি নাতনিরাও বর্তমানে কেউ আর বেঁচে নেই। কিন্তু যম আসেনি তার কাছে তাই তাকে এখনও মৃত্যু স্পর্শ করতে পারেনি। সেই আশ্চর্য ময় বৃদ্ধ বলেন , সাক্ষাৎ যম বোধ হয় তাকে নিয়ে যেতে ভুলে গেছে। শুধু সমগ্র ভারতে নয়, সমগ্র বিশ্বে ১৮৪ বছরের কোনো মানুষ আজ অবধি কখনো বাঁচেনি। গিনেস ওয়ার্ল্ডের সবচেয়ে প্রবীন ব্যাক্তি ছিলেন ফ্রান্সের জিয়ানে লুইস কালমেন্ট।

আরো পড়ুন :- বাড়িতে মাকড়সার উপদ্রব বাড়ছে ? দূর করুন ঘরোয়া উপায়ে

প্রসঙ্গত ফ্রান্সের জিয়ানে লুইস কালমেন্ট মারা যাওয়ার সময় বয়স ছিল ১২২ বছর। তার জন্ম হয়েছিলো ১৮৭৫ সালে ২১ শে ফেব্রুয়ারি। তিনি একজন মহিলা ছিলেন। ১৯৯৭ সালের ৪ঠা আগস্ট তার মৃত্যু হয়। ১২২ বছর বেঁচে নিজের নাম ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় তুলেছিলেন তিনি। রহস্য এটাই বেঙ্গালুরুর মহাশতা মুরাসি কিভাবে বেঁচে ছিলেন। কিন্তু মহাশতার বয়স এখন যে ১৮৪ বছর তার কোন লিখিত ডকুমেন্টে প্রমান পাওয়া যায়নি। ওয়ার্ল্ড ডেইলি নিউজের রিপোর্ট অনুযায়ী মহাশতা মুরাসির জন্ম হয় ১৮৩৫ সালে ৬ই জানুয়ারি।

সংবাদমাধ্যম বলেন যে মুরাসি দুঃখ করে বলেছে, তার  চোখের সামনে তার ছিল মেয়ে , বহু নাতি নাতনিদের মৃত্যু দেখেছে। কিন্তু তাকে মৃত্যু গ্রাস করতে পারেনি। তিনি এখন মরার আশা ছেড়ে দিয়েছেন। মুরাসি ১৯০৩ সালে বারানসিতে মুচির কাজ শুরু করতেন। দীর্ঘ দিন কাজ করার পর ১৯৫৭ সালে কর্মবিরতি নেন। কিন্তু তার জন্মের প্রমানপত্র হিসাবে জন্ম প্রমানপত্র নেই কিন্তু ভারতীয় কার্ড থাকলেও তার কোন মেডিকেল প্রমানপত্র নেই।

আরো পড়ুন :- প্রজনন ক্ষমতা বাড়াতে এই ৫টি কৌশল ব্যবহার করুন।

কিন্তু কোনোদিন যদি তার বয়সের আসল প্রমান পাওয়া যায় তবেই তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষ হওয়ার রেকর্ড করবেন।

Highlights

1. মৃত্যু নাকি অমরত্ব ! বেঁচে আছেন ১৮৪ বছর 

2. বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষ হওয়ার রেকর্ড করবেন

#Oldest #মহাশতা মুরাসি # ওয়ার্ল্ড রেকর্ড #Nation

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন