Bangla News Dunia , Rajib : শহরের রাস্তায় রাজকীয় ভঙ্গিতে ছুটে চলেছে একটি হলুদ রংয়ের ল্যাম্বরগিনি। তার পিছনে একটি মোটরবাইকে বসে জনা দুয়েক যুবক। সামান্য গতি বাড়িয়ে বাইকটি পিছন থেকে ধাক্কা মারছে ল্যাম্বরগিনিকে।
তারপরে রাস্তায় উল্টে পড়ছেন দুই বাইক আরোহী। দিন কয়েক ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’)। কয়েকটি ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে আবার কোনও সিনেমার গান জুড়ে তৈরি হয়েছে রিলসও।
আর যত তর্ক বেঁধেছে এই ভাইরাল ভিডিয়োটিকে ঘিরে। এই রিলসের জন্য তাঁর নিজের ও তাঁর গাড়ির মানহানি হয়েছে— এই অভিযোগ তুলে পুলিশে নালিশ ঠুকেছেন ল্যাম্বরগিনির মালিক।
সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে রিলস বা ভিডিয়ো পোস্ট হয়েছে, তার লিঙ্ক ও স্ক্রিনশটও গাড়ির মালিক জুড়ে দিয়েছেন তাঁর অভিযোগপত্রে। বৃহস্পতিবারই বারুইপুর জেলা পুলিশকে ই–মেল করে অভিযোগ জানিয়েছেন গাড়ির মালিক পরভিন আগরওয়াল। এরপরে তিনি আদালতেরও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?
আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !
মানহানির মামলা পুলিশ বা আদালতে জমা পড়ে ভূরি ভূরি। কিন্তু তা বলে একটা ল্যাম্বরগিনির মানহানি? এমন অভিযোগ বেনজির বলেই মনে করছেন পুলিশ ও আইনজীবীদের অনেকে।
শহরের একটি নামী রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থার অন্যতম কর্তা পরভিন এ দিন বলেন, ‘ঘটনাটা ঘটেছিল গত রবিবার। আমি গাড়িতে করে নবান্নের সামনে দিয়ে যাওয়ার সময়ে একটা মোটরবাইক আমার গাড়িতে সামান্য ধাক্কা মারে।’ তাঁর দাবি, গাড়ির কোনও দোষ ছিল না। ভিডিয়োটিতেও দেখা যাচ্ছে, মোটরবাইকটি হঠাৎ পিছনে গিয়ে ধাক্কা মারছে গাড়িটিতে।
পরভিন বলেন, ‘আমরা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দেখি বাইক আরোহীরা ঠিকঠাক আছেন কি না। দেখি, আমার গাড়িতে সামান্যও স্ক্র্যাচ পড়েনি। বাইক আরোহীদের চোটও তেমন লাগেনি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই।’
ওই দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়োই কেউ মোবাইলবন্দি করার পর রিলস বানিয়ে ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। এর সপ্তাহ খানেক বাদে কোনও পরিচিতের মাধ্যমে এই রিলসের ব্যাপারে পরভিন জানতে পারেন।
তাঁর কথায়, ‘একটা নামী ব্র্যান্ডের গাড়িতে সামান্য দুর্ঘটনা ঘটলেও যেখানে কারও কোনও ক্ষতি হয়নি, আমরাও পুলিশে অভিযোগ জানাইনি, সেখানে কেউ একজন একটা রিলস বানিয়ে ভাইরাল করে দেওয়ায় আমার সম্মান তো ক্ষুণ্ণ হলোই। সঙ্গে এই গাড়িটার রিসেল ভ্যালুও তো অনেক কমে গেল। তা হলে গাড়ির মানহানি কেন হবে না?’
তাঁর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার বক্তব্য, ‘যে ভাবে আমার মক্কেলের হাই–এন্ড গাড়িটিকে নিয়ে রিলস ছড়ানো হয়েছে, তা তাঁর পক্ষে অত্যন্ত মানহানিকর বলে আমরা মনে করছি। এর প্রভাব তাঁর ব্যবসার ক্ষেত্রেও পড়তে পারে। তাই পুলিশকে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করার আর্জি জানানো হয়েছে অভিযোগপত্রে।’
তাঁর সংযোজন, ‘এখন ছুটির জন্য কোর্ট বন্ধ রয়েছে। কোর্ট খুললে আমরা আদালতেও মানহানির মামলা করার কথা ভাবছি। এই ধরনের ভিডিয়োয় একজন ব্যক্তির সম্মান তো ধূলিসাৎ হয়েইছে, পাশাপাশি তাঁর গাড়ির সম্মানহানির বিষয়টিও কী ভাবে আদালতে তুলে ধরা যায়— সেটাও আমরা আইনি ভাবে খতিয়ে দেখছি।’
বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা সূত্রের খবর, অভিযোগপত্র হাতে এলে সেটা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?
সূত্রের খবর, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় ওই রিলস শেয়ার করা হলেও কয়েকটি প্ল্যাটফর্ম থেকে সেটি ডিলিট করা হয়েছে। আবার কিছু জায়গায় সেটি এখনও রয়ে গিয়েছে। প্রথম কে ওই রিলস ভাইরাল করেছেন, সেটিও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের মাধ্যমে খতিয়ে দেখেছেন পরভিনরা।
তাঁর নামও পুলিশকে জানানো হয়েছে। যদিও সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, ওই ব্যক্তিই প্রথম রিলস ছড়িয়েছিলেন কি না— পুলিশ যদি তদন্তে নামে তা হলে নিশ্চয়ই তা খুঁজে বের করবে।
শুধু এই ল্যাম্বরগিনি নয়, পরভিনের ভাঁড়ারে রয়েছে আরও বেশ কয়েকটি দামি গাড়ি। কারণ, দামি গাড়ি কেনাটাই তাঁর অন্যতম শখ। পরভিন জানান, এই গাড়িটি ছাড়াও তাঁর আরও একটা ল্যাম্বরগিনি, ম্যাকলারেন, পোর্শে, রেঞ্জ রোভারের মতো নামী ব্র্যান্ডের গাড়ি আছে। যে ল্যাম্বরগিনিকে নিয়ে এই বেনজির অভিযোগের সূত্রপাত, সেটি পরভিন দিল্লি থেকে কিনেছিলেন বছর দুয়েক আগে।
পরভিনের কথায়, ‘গাড়িতে একটা দাগও পড়ল না। কিন্তু আমার বা আমার প্রতিষ্ঠান ও গাড়ির নামে এই দাগ পড়বে কেন?’
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
ভারতীয় রেলের মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, গ্রুপ C ও D পদে হবে নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতিhttps://t.co/fLwEZyKK0N
— Daily Khabor Bangla (@daily_khabor) November 1, 2024
হাজার হাজার পড়ুয়া এখনো পায়নি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা! দেখুন নয়া আপডেটhttps://t.co/2QpzbOS5u5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 1, 2024
রোজগার প্রকল্পে সরকারি চাকরি পেল হাজার হাজার যুবক, নিয়োগপত্র দিলেন মোদিhttps://t.co/vvPjJyEGby
— Daily Khabor Bangla (@daily_khabor) November 1, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি