‘আলোর সাথে নিশীথ রাতে’, শ্যামাসঙ্গীত লিখলেন মমতা, প্রকাশিত মুখ্যমন্ত্রীর ১৫০তম গান

By Bangla News Dunia Rajib

Published on:

mamata-banerjee

Bangla News Dunia , Rajib : গতকাল ছিল কালীপূজো। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছিল কালীপুজোর আরাধনার প্রস্তুতি। আর এই আলোর উৎসবের দিনে মণ্ডপে মণ্ডপে শ্যামাসঙ্গীত তো বাজবেই। পান্নালাল ভট্টাচার্য থেকে শুরু করে কুমার শানু কিংবা বাবুল সুপ্রিয়-অনেকের গলাতেই শ্যামাসঙ্গীত বেশ জনপ্রিয়। ‘আমার সাধ না মিটিল’, ‘শ্যামা মা কি আমার কালো’, ‘আমায় একটু জায়গা দাও’-সহ অজস্র গান রয়েছে তাঁদের গাওয়া। তবে সম্প্রতি রাজ্যের আর এক মন্ত্রী তথা বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেনের গলায় শোনা গেল শ্যামা সঙ্গীত। আর সেই গানের কথা ও সুর দিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্যামাসঙ্গীত!

‘আলোর সাথে নিশীথ রাতে/ মা এসেছেন ঘরে /বরণ করো বরণ করো /বরণ করো তাঁরে/ মা তুমি মা, মা তুমি মা…’ গতকাল অর্থাৎ কালীপুজোর দিনেই প্রকাশ্যে এল মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের লেখা কথা ও সুরে শ‌্যামাসঙ্গীত। রাজ্য রাজনীতি সামলানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনেক গুণই দেখতে পেয়েছেন রাজ্যবাসী। কখনও ক‌্যানভাসে তাঁর রং-তুলির আঁচড় তো আবার কখনও ছন্দ ও অলংকারের সহযোগে লেখা কবিতা সকলকে চমকে দিয়েছে একের পর এক জাদুতে। তবে শুধু কবিতা এবং আঁকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে মমতা বন্দ্যোপাধ‌্যায় গীতিকার ও সুরকার হিসাবেও আত্মপ্রকাশ করেছেন। এবারের পুজোয় প্রকাশিত হয় তাঁরই কথা সুরে ১০টি গানের অ‌্যালবাম ‘অঞ্জলি’। দর্শকদের মন কেড়েছে এই অ্যালবামে।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

ইন্দ্রনীলের সুরের চমকে মুগ্ধ দর্শকবৃন্দ

জানা গিয়েছে, এই মুহূর্তে মুখ‌্যমন্ত্রীর লেখা ও সুরারোপিত গানের সংখ‌্যা দাঁড়িয়েছে ১৩০। আর এই আবহে শ্যামাসঙ্গীত এর মাধ্যমে দর্শকদের নজর কাড়লেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লেখা গানে স্বর দিলেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন। কথা যেমন সরল, তেমনই সহজ সুরের চলন। এই গানে দর্শকদের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে, অমাবস‌্যার রাত বাড়তে না বাড়তই মণ্ডপে মণ্ডপে পুজোর ব‌্যস্ততার মাঝেও বারংবার বেজেই চলেছে এই শ‌্যামাসঙ্গীত।

এদিকে গতকাল ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীপুজো। ধুমধাম করে মহা সমারোহে নিজের হাতে তিনি কালী বন্দনা করে থাকেন। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় দলের নেতা-কর্মী উপস্থিত থাকার পাশাপাশি এসেছিলেন গ্ল্যামার জগতের অনেকেই। অভিনেত্রী সুদীপা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, পূজারিণী ঘোষ এসেছিলেন। এছাড়া ছিলেন তারকা সাংসদ জুন মালিয়া। বিকেলের দিকে কালীঘাটের বাড়িতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব মনোজ পন্থও।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন