শাহ কেন দেখা করলেন না নির্যাতিতার পরিবারের সঙ্গে? উঠছে প্রশ্ন

By Bangla News Dunia Rajib

Published on:

shah

Bangla News Dunia , Rajib : যে প্রশ্নের উত্তর নিজেদেরই জানা নেই, সেই প্রশ্নের জবাবদিহি করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন রাজ্য বিজেপি নেতারা। যে যাঁর মতো জবাব দিচ্ছেন। যে যাঁর মতো যুক্তির জাল বুনছেন। ফলে একই প্রশ্নের বিভিন্ন উত্তর ভেসে আসছে বঙ্গ-বিজেপির বিভিন্ন নেতার কথায়।

দলের নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই কেন্দ্রীয় নেতৃত্বের। অমিত শাহের মুখোমুখি হওয়ার উপায় নেই জেলাস্তরের বিজেপি নেতাদের। তাঁদের হাতের নাগালে আছেন শুধু রাজ্য নেতারা।

সূত্রের খবর, গত দু’দিনে বহু ফোন এসেছে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে। প্রশ্ন একটাই, ‘কলকাতায় এসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন দেখা করলেন না আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে?’

যে প্রশ্নের কোনও সদুত্তর নেই বঙ্গ-বিজেপি নেতৃত্বের কাছেও। রাজ্যের এক শীর্ষ পদ্ম-নেতার কথায়, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আমরাও এই প্রশ্নটা করেছি। যুক্তিযুক্ত কোনও জবাব মেলেনি। দিল্লি আমাদের যা ব্যাখ্যা দিয়েছে, সেটাই আমরা দলীয় কর্মীদের বলছি। নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহের দেখা না করার কারণগুলি আমাদের মতো ওঁদেরও বিশ্বাসযোগ্য মনে হবে না। কিন্তু কী আর করা যাবে!’

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

আরজি করের নিহত তরুণী চিকিৎসকের পরিবারও শাহের সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসার পরেও তাঁর সঙ্গে দেখা করতে না-পেরে হতাশ নির্যাতিতার বাবা-মা।

এ দিন সংবাদমাধ্যমকে তাঁরা বলেন, ‘অমিত শাহের সঙ্গে দেখা করতে পারলে ভালো লাগত। মনোবল কিছুটা বাড়ত।’ দিল্লি গিয়ে কি তাঁরা দেখা করবেন? তাঁদের জবাব, ‘সেটা আর এখন কী করে বলব!’

গত শনিবার রাতে কলকাতায় আসেন শাহ। রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল, কলকাতায় এসে শাহ দেখা করবেন আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে।

শুধু নির্যাতিতার পরিবার নয়, বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পলও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন নির্যাতিতার বাবা-মার সঙ্গে দেখা করার জন্য। তবে সেটা হয়নি। যা নিয়ে তৃণমূল যত না কটাক্ষ করেছে, তার থেকেও বেশি প্রশ্ন উঠেছে বঙ্গ-বিজেপির অন্দরে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে সরকারি কাছে দেশের বাইরে। তবে সোমবার কলকাতা ছাড়ার আগে তিনি ব্যাখ্যা দেন, আদালতের নির্দেশে সিবিআই আরজি করের ঘটনার তদন্ত করছে। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে।

এই পরিস্থিতিতে শাহ আলাদা করে কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না নির্যাতিতার পরিবারকে। আর নির্যাতিতার পরিবার কোনও দাবি জানালে তা পূরণ করার ক্ষেত্রে হাত-পা বাঁধা কেন্দ্রীয় সরকারের। এ সব দিক খতিয়ে দেখেই শাহ ওই সাক্ষাৎ-পর্বটি এড়িয়ে গিয়েছেন বলে সুকান্ত বার্তা দিয়ে গিয়েছেন পার্টির নিচুতলাকে।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

যদিও বিজেপি নেতা সজল ঘোষ তাঁর অনুগামীদের উদ্দেশে বলেছেন, ‘আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এত অল্প সময়ে কথা হওয়া সম্ভব নয়। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো করে দেখা করতে চাননি। উনি সম্ভবত পরে নির্যাতিতার পরিবারকে দিল্লিতে ডেকে নেবেন।’

এ দিকে, রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা এ দিন ব্যারাকপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে বলেন, ‘অমিত শাহ সময় পাননি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার। উনি ১৯ ঘণ্টা কলকাতা থাকলেও হাতে একদমই সময় ছিল না। আসলে আমারা নিজেদের মনের শান্তির জন্য চেয়েছিলাম অমিতজি একবার দেখা করুন নির্যাতিতার পরিবারের সঙ্গে।’

কিন্তু ঠিক কী কারণে কলকাতায় এসেও শাহ দেখা করলেন না আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে?

রাজ্য বিজেপি নেতারা যে নানা রকম কারণ বলছেন! বিভ্রান্ত দলের নিচুতলার কর্মী-সমর্থকরা।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন