একই দিনে সন্তান-সহ নিখোঁজ বউদি-ননদ ! জগাছার ঘটনায় ঘনীভূত রহস্য

By Bangla news dunia Desk

Published on:

Howrah_missing

Bangla News Dunia , দীনেশ : একই দিনে 4 বছরের শিশুপুত্র-সহ নিখোঁজ মহিলা এবং তাঁর নাবালিকা ননদ ৷ ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও, পুলিশে এফআইআর দায়ের না-হওয়ার অভিযোগ উঠেছে ৷ যদিও, নিখোঁজ মহিলার স্বামীর দাবি, তাঁর স্ত্রী মাসতুতো ননদকে সঙ্গে নিয়ে অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন ৷

স্থানীয় সূত্রে খবর, গত 29 অক্টোবর বিকেল থেকে রহস্য়জনকভাবে নিখোঁজ হয়ে যায় হাওড়া জগাছার এক নবম শ্রেণির ছাত্রী (15 বছর) ৷ সে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল ৷ পরিবারের দাবি, তারপর আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী ৷ ঘটনার সময় নাবালিকার মা কলকাতা ডাক্তার দেখাতে গিয়েছিলেন ৷ বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি ৷ কিন্তু, স্কুল ছুটির সময় পেরিয়ে গেলেও, বাড়িতে ফেরেনি সে ৷ এরপর নাবালিকার মা, তার বন্ধুদের কাছে ও স্কুলে গিয়ে খোঁজ শুরু করেন ৷ কিন্তু, জানতে পারেন, সেদিন স্কুল খোলা ছিল না ৷

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

এরপরেই তিনি বিষয়টি পরিবারের অন্যান্যদের জানান ৷ তখনই জানা যায়, ওই নাবালিকার বউদি তথা মাসতুতো দাদার স্ত্রীও (24) নিখোঁজ রয়েছেন ৷ এমনকি তাঁর 4 বছরের শিশুপুত্রও নিখোঁজ রয়েছে ৷ এরপরেই তাঁরা জগাছা থানায় তিনজনের নিখোঁজের অভিযোগ জানাতে যান ৷ তবে, পুলিশের তরফে সেই সময় জেনারেল ডায়রি করে ছেড়ে দেওয়া হয় ৷ যেহেতু, নিখোঁজের পর 48 ঘণ্টা পার হয়নি ৷

এ নিয়ে নিখোঁজ মহিলার স্বামীর দাবি, তাঁর স্ত্রী অন্য কারও সঙ্গে পালিয়ে গিয়েছেন ৷ সঙ্গে মাসতুতো ননদ ও 4 বছরের শিশুপুত্রকে নিয়ে গিয়েছেন ৷ তাঁর অভিযোগ, তাঁর স্ত্রী মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন ৷ স্ত্রীর সঙ্গে মাসতুতো ননদের খুবই ভালো সম্পর্ক ছিল ৷ এমনকি মহিলা সম্প্রতি তাঁর বাপের বাড়িতে গিয়ে মোবাইল ফোন বিক্রি করে দেন ৷ এমনকি ব্যাংকে গিয়ে নতুন এটিএম কার্ড তৈরি করান ৷ সম্প্রতি মোবাইল ফোনে কথা বার্তাও বেড়ে গিয়েছিল তাঁর স্ত্রীর ৷ আর এই সব থেকে মহিলার স্বামীর দাবি, ছেলে এবং নাবালিকা মাসতুতো ননদকে নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন স্ত্রী ৷

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

তবে, জেনারেল ডায়রি দায়ের হওয়ার পরেও তিনদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু, তারপরেও পুলিশের কাছে গিয়ে পরিবারের কেউ নিখোঁজের অভিযোগ লেখাননি ৷ বিশেষত, নাবালিকার পরিবারের লোকজন কেন লিখিত অভিযোগ করেননি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে, পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে ৷ প্রয়োজনে পরিবারের সদস্য়দের ডেকে পাঠানো হবে ৷

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন