জানুন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কে এই রূপক মিত্র

By Bangla news dunia Desk

Published on:

rupak mitro

Bangla News Dunia , দীনেশ :  ইতি মধ্যেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার জোর কদমে শুরু হয়ে গিয়েছে। আর পিছিয়ে নেই নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরাও। তবে নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি নৈহাটি বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র রূপক মিত্রকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তার সমন্ধে জানা যায় যে তিনি ছাত্রজীবন থেকেই সমাজের উন্নয়নে সচেষ্ট ছিলেন এবং বর্তমানে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে রূপক মিত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা ও তার নিজের বিধানসভা নৈহাটিতে বিশেষ পরিচিতি লাভ করেছেন। রেল মন্ত্রণালয়ের ZRUCC সদস্য হিসেবে কাজ করার সময় তিনি নৈহাটি স্টেশনের সম্প্রসারণ, চলমান সিঁড়ি নির্মাণ এবং প্ল্যাটফর্ম পরিচ্ছন্নতার মতো নানা উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়াও, বিবেকানন্দ সেবা ট্রাস্টের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কাজে তিনি যুক্ত ছিলেন।

রূপক মিত্রের পরিবার নৈহাটিতে বেশ পরিচিত। ১৯৭৪ সালে রমেশ চন্দ্র মিত্র ও স্মৃতিকণা মিত্রের ঘরে জন্মগ্রহণকারী রূপক স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন। তার কর্মজীবনে রাজনীতির পাশাপাশি পরিবারের প্রতিও গভীর দায়বদ্ধতা ছিল। শিক্ষাক্ষেত্রে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং এর পাশাপাশি সমাজসেবায়ও যুক্ত ছিলেন।

এই নির্বাচনে রূপক মিত্রের অঙ্গীকারে উঠে এসেছে নৈহাটি এলাকার উন্নয়নে বেশ কিছু নতুন পরিকল্পনা, যার মধ্যে রয়েছে সিন্ডিকেট রাজের অপসংস্কৃতি রোধ, নারী সুরক্ষা নিশ্চিত করা, নৈহাটির নিকাশী ব্যবস্থার উন্নয়ন, বিধানসভা এলাকায় সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা এবং নৈহাটী পর্যন্ত মেট্রো সম্প্রসারণ। এছাড়াও তিনি প্রতিটি স্কুলে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রচারে বলেছেন, তিনি এই কেন্দ্রে জয়ী হলে স্থানীয় মানুষের সুযোগ সুবিধার দিকে বেশি ধ্যান দেবেন।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন