Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনের লক্ষ্য নিয়ে বিখ্যাত উক্তি ! আপনাকে জীবনে এটা সিদ্ধান্ত নিতে হবে যে জীবনে কোন কাজটি আপনার কাছে সব চেয়ে জরুরী। সকল মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে যা পূরণ করতে নানা বাধা পেরোতে হয়। জীবনে আন্তরিকতার সাথে কাজ করলে যে কোনও লক্ষ্য অর্জন করা সম্ভব।
তাই জীবনে চলার পথে কিছু বিখ্যাত উক্তি —-
১. আপনার বেঁচে থাকাই জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার আসল উদেশ্য।
২. জীবনে যদি সুখী হতে চান তাহলে একটি লক্ষ্য ঠিক করুন যা বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে।
আরো পড়ুন :- শরীরকে সতেজ ও এনার্জিতে ভরপুর রাখতে প্রতিদিন সকালে খান মেথি জল
৩. এটা মনে রাখুন যে পৃথিবীতে যারাই বিশাল কিছু অর্জন করেছে সেই সব মানুষের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল।
৪. জীবনে বাস্তব সাফল্য হল সফলতার সাথে নিজের ঠিক করা লক্ষ্য সঠিক ভাবে বাস্তবায়ন করা।
৫. এক দার্শনিকের উক্তি হলো জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হল এমন যে সারা জীবন মাঠে দৌড়ে গোল দিতে পারবে না।
৬. এটা জানবেন যে জীবনে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে যাওয়া।
৭. এটা মানতে হবে লক্ষ্য পূরণ না করতে পারা যতটা দুঃখের জীবনে কোনও লক্ষ্য না থাকাটা তারচেয়ে বেশি দু:খজনক।
আরো পড়ুন :- ৭০-এ পা দিলেন নামো ! ফিরে দেখা কিছু স্মৃতি
৮. এটা মনে রাখুন যে আমি একদিন আমার লক্ষ্য অর্জন করবোই।
৯. সাফল্য তাদের হয় যারা লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করে।
এই সকল দার্শনিকের উক্তি অবশ্যই সবার জীবনকে এগিয়ে নিয়ে যাবে।
Highlights
1. জীবনের লক্ষ্য নিয়ে কিছু বিখ্যাত উক্তি !
2. দার্শনিকের উক্তি অবশ্যই সবার জীবনকে এগিয়ে নিয়ে যাবে
#Life #Inspiration #Tips #Life Style