বিধানসভা উপনির্বাচনের আগে দলের কর্মীদের উৎসাহ দিতে নৈহাটিতে শুভেন্দু অধিকারী

By Bangla news dunia Desk

Published on:

suvendu

Bangla News Dunia, দীনেশ :- আর মাত্র কয়েক দিন তারপরেই বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে প্রতিটি দলাই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। আর প্রতিটি প্রার্থীরাই নিজের মতন করে প্রচার চালাচ্ছেন। আর প্রতিটি দলের নেতারাই তাদের প্রার্থীর সমর্থনে এসে প্রচার করছেন। গতকাল ৩রা নভেম্বর সন্ধ্যের সময় নৈহাটির প্রজাপতি লজে বিজেপির কার্যকর্তাদের নিয়ে শুভেন্দু অধিকারী একটি সম্মেলন করেন। যেখানে তিনি নৈহাটি বিধানসভা এলাকার সকল স্তরের কার্যকর্তাদের সাথে সংবাদ করেন তাদের উৎসাহ যোগান।

তিনি বলেন, আমাদের তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে, আর লড়াই করেই নৈহাটি বিধানসভা জয় করতে হবে। এছাড়া তিনি বিজেপির সকল স্তরের কার্যকর তাদের উদ্দেশ্যে বলেন আপনারা ভয়ে লুকিয়ে যাবেন না। যে কোন দরকারে দলের উচ্চপদস্থ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখবেন। মনে রাখবেন লড়াই করেই জয়ী হওয়া যায়, লড়াই না করে জয়ী হওয়া সম্ভব নয়। আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। তবেই তাদের গুন্ডা বাহিনীকে রুখে দিতে পারব আমরা।

এছাড়া তিনি ওই সম্মেলন থেকে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে তৃণমূলকে করা ভাষায় আক্রমণ করেন এবং তৃণমূলকে হারানোর কথাও বলেন। তিনি বলেন, যারা তৃণমূল করে তারা যদি ফাঁসির সাজা প্রাপ্ত আসামিও হয় তবুও তৃণমূল করলে তার সব দোষ মাফ, এমনকি তাকে সুরক্ষাও দেয়া হয়। তিনি পুলিশ আধিকারিকদের নিয়েও কথা বলেন। তিনি বলেন, কোন পুলিশ আধিকারিক যদি তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করে তাহলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। তবে নিচে দেওয়া ভিডিওর মাধ্যমে দেখুন শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে কি কি বললেন —

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন