Bangla News Dunia , Rajib : প্রতিনিয়ত রাজ্যে বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেরকমই নভেম্বর মাসে ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটি দপ্তরের তরফে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন উচ্চমানের চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইন/ইমেইল এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইট |
পদের নাম | জেলা প্রজেক্ট ম্যানেজার |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন/ ইমেইল |
আবেদনের শেষ তারিখ | ২২/১১/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – জেলা প্রজেক্ট ম্যানেজার
শূন্যপদ – ১টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো সরকার কর্তৃক প্রতিষ্ঠান থেকে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের আইটি/ই-গভর্নেন্স ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০৯/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২৩,৫০০ টাকা প্রদান করা হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
bankura.gov.in এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা,কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?
আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !
(WB DPM Recruitment 2024)
আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইন / ইমেইল মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন।
এরপরে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া আবেদনকারীরা [email protected] এই ইমেইল এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক (মাধ্যমিক) বা সমমানের পরীক্ষার জন্ম শংসাপত্র / অ্যাডমিট কার্ড।
২) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতা সমস্ত সেমিস্টার ভিত্তিক মার্ক শীট বা বছর অনুসারে পৃথক মার্ক শীট, ডিগ্রী বা অস্থায়ী পাসের শংসাপত্র, মার্কশীট এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর পাসের শংসাপত্র।
৪) পরিচয়ের প্রমাণপত্র হিসাবে EPIC (ভোটার কার্ড) / আধার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনরকম আবেদনমূল্য জমা করতে হবে না। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ : ২২/১১/২০২৪
আবেদন পাঠানোর ঠিকানা : NIC Section, 2nd floor, District Magistrate Office, Bankura
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Yantra India লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৮৮৩ টি, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/GoRuoYnIK5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 3, 2024
আবাস যোজনার নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার, বাদ গেল বহু সংখ্যক মানুষের নাম👇🏻https://t.co/TU9MOTMQIb
— Daily Khabor Bangla (@daily_khabor) November 3, 2024
গরমের ছুটির পর এবার নবান্ন থেকে সিদ্ধান্ত নিল পূজা ভ্যাকেশনের, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/8XzMEjcHjB
— Daily Khabor Bangla (@daily_khabor) November 3, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি