বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে নৈহাটিতে প্রচারে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

By Bangla News Dunia Dinesh

Published on:

santanu thakur

Bangla News Dunia , দীনেশ :  ইতিমধ্যেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট প্রচার চলছে। প্রতিটি দল তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে। এমন কি প্রতিটি দলের বড় বড় নেতারা তাদের প্রার্থীর সমর্থনে প্রচার করছেন। আর আজ নৈহাটি বিধানসভার বিজেপির প্রার্থী রূপক মিত্রের সমর্থনে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্ত ঠাকুর আজ নৈহাটি বিধানসভা এলাকায় প্রচার করলেন।

তিনি নৈহাটি বিধানসভা এলাকার মানুষের কাছে আবেদন জানান তারা যাতে ভোটের দিন সকাল সকাল ঘর থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন। তিনি স্থানীয় মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা আগেও আমাদের সাথে ছিলেন আজও আমাদের সাথে থাকবেন তা আমরা বিশ্বাস করি। কিন্তু রাজ্যের শাসক দল তাদের গুন্ডা বাহিনীর দ্বারা ভোট করানোর চেষ্টা করে ও বিভিন্ন এলাকায় ভোট করিয়েও থাকে। কিন্তু আমরা যেমন থামবো না, আমাদের কর্মীরাও যেমন থামবে না, তেমন আপনারা যারা সাধারণ মানুষ সুবিচার চান, উন্নয়ন চান তাদের কাছেও আশা করব আপনার থামবেন না, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন।

তিনি নৈহাটি বিধানসভা এলাকায় দাঁড়িয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সময়ে রাজ্যের শাসক দল ভয় পেয়ে গিয়েছে। নৈহাটিতে উপনির্বাচন হতে চলেছে, আর তার ঠিক আগে আমাদের নেতা অর্জুন সিং কে সিআইডির তলব করা হয়েছে। যাতে করে তাকে নৈহাটির ভোট প্রচার থেকে দূরে সরানো যায়। কারণ অর্জুন সিং নৈহাটিতে ভোট প্রচার করলে বা ভোটের দিন নৈহাটিতে থাকলে তৃণমূলের বহু গুন্ডা বাহিনী গুন্ডাগিরি করতে ভয় পাবে। তাই তারা আগে থেকেই অর্জুন সিং কে নৈহাটি থেকে সরাতে সিআইডির সাহায্য নিচ্ছে। শান্তনু ঠাকুরকে আরজি কর কান্ড নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট নিজ দায়িত্বে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ভার গ্রহণ করেছে, তাই আশা রাখছি মহামান্য সুপ্রিমকোর্ট সঠিক বিচার করবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন