ঘরোয়া উপায়ে দাঁতের দাগ দূর করুন ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঘরোয়া উপায়ে দাঁতের দাগ দূর করুন ! আমাদের সুন্দর দাঁত মানেই সুন্দর হাসি। কিন্তু কিছু বদ অভ্যাসের কারণে সুন্দর দাঁত পরিণত হয় অসুন্দর ও নোংরাতে। মাড়ি থেকে রক্ত বা কালচে দাগ একটা বড়ো সমস্যা। এটাও ঠিক নানা কারণে দাঁতে কালচে দাগ দেখা দিতে পারে। দাঁতের অযত্ন, তামাক সেবন, নিয়মিত ওষুধ খাওয়া, পান মশলা খাওয়া কিংবা অতিরিক্ত মাত্রায় চা বা কফি পান এগুলো দাঁতকে অস্বাভাবিক করে দেয়।

কিন্তু কিছু ঘরোয়া উপায়ে দাঁতের সমস্যা দূর করুন —–

১. আপনি লেবুর খোসায় একটু লবণ দিয়ে তা ভালো করে দাঁতে ঘষুন আপনার দাঁতের দাগ দূর হয়ে যাবে। লবণ ময়লা দাঁত অনেকটা পরিষ্কার করে।

আরো পড়ুন :- সল্প পুঁজির কিছু লাভজনক ব্যবসার আইডিয়া সমন্ধে জানুন

২.  আপনি অল্প বেকিং সোডার সঙ্গে কিছুটা পাতিলেবুর রস মেশান। তার পরেই দেখবেন মিশ্রণটির কিছুটা ঘন তরলের মতো হয়েছে। তারপর আঙুলে করে তুলে দাঁতের উপরে চেপে লাগিয়ে দিন কোনো ঘষার প্রয়োজন নেই।

তারপর কিছু সময় রেখে কুলকুচি করুন দেখবেন দাঁত পরিস্কার হয়ে যাবে।

৩. আপন একটু হলুদের সঙ্গে অল্প সরিষার তেল এবং লবণ মিশিয়ে ভালো করে দাঁতে ঘষলে দাঁত পরিষ্কার হয়।

৪. দাঁতের দাগ বা দাঁতের কোণার ময়লা দ্রুত দূর করতে সাহায্য করে গাজর। দাঁত ভালো রাখতে নিয়মিত গাজর খান।

আরো পড়ুন :- রোজ ডিম খেলে মিলবে নানা রোগ থেকে মুক্তি !

৫. এটি একটু খারাপ পদ্ধতি লাগলেও খুব কার্যকরী। পোড়া কাঠকয়লা বা ছাই নিয়ে ভালো করে হাতে পিষে ভালো করে দাঁতে ঘষুন।

এই সকল ঘরোয়া উপায়ে দাঁতের সমস্যা দূর করতে পারেন।

Highlights

1. ঘরোয়া উপায়ে দাঁতের দাগ দূর করুন !

2. নানা কারণে দাঁতে কালচে দাগ দেখা দিতে পারে

#Teeth #Health #Tips #Life Style

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন