Bangla News Dunia , Rajib :বর্তমান সময়ে সোনা (Gold) বা রুপোর (SIlver) গয়না কিনতে বা বানাতে গিয়ে রীতিমতো ঝটকা খেয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। উৎসবের মৌসুম হোক বা না হোক সোনা এবং রুপোর দাম হু হু করে বেড়েই চলেছে। আর যা কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ আমজনতাকে। এখন উৎসবের সময় বেশ শেষের দিকে, ফলে এর পরেই শুরু হয়ে যাবে বিয়ের মাস। আর বিয়ের উৎসব সোনা বা রুপোর গয়না ছাড়া এককথায় অসম্পূর্ণ। বিশেষ করে বাঙালি বিয়ে তো সোনা ছাড়া ভাবাই যায় না। তবে সোনা এবং রুপোর দাম বর্তমান সময়ে রীতিমত মাত্রা ছাড়িয়ে দিয়েছে। যদিও আজ বুধবার আচমকাই সোনা ও রুপোর দামে বেশ খানিকটা চমক লক্ষ্য করা গেল। এহেন অবস্থায় আপনিও কি আজ বা আগামীকাল দিনের মধ্যে সোনা কিংবা রুপোর গয়না কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন লেটেস্ট রেট।
সোনার দামে চমক
আজ বুধবার বিশেষ করে সোনার দামে বেশ খানিকটা চমক লক্ষ্য করা গিয়েছে। সোনা মানেই কিন্তু মানুষে বোঝেন হয় ২২ ক্যারট কিংবা ২৪ ক্যারট। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ১৮ কিংবা ১৪ ক্যারটেও কিন্তু সোনা মেলে। অবশ্য সেখানে সোনার মাত্রা বেশ খানিকটা কমই হয়। অনেকেই আছেন যারা হেভিয়েটের থেকে লাইট ওয়েটের সোনা পরতে পছন্দ করেন। আপনিও যদি আসন্ন বিয়ের মরসুমে হালকা ওজনের সোনা কেনার তালে রয়েছেন তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর।
২২ ক্যারট সোনার দাম
জানা গিয়েছে, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৩৫৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৫৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?
২৪ ক্যারট সোনার দাম
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ২ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা সোনার দাম কমেছে।
রুপোর দাম
এবার জেনে নেওয়া যাক রুপোর দাম কত সে সম্পর্কে। এদিন সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৫ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।
আরও পড়ুন : আমেরিকার সুইং স্টেটে ট্রাম্প ঝড় ! দেখুন দুই পক্ষের ফলাফল
#END