১২ থেকে ২ কোটি, KKR ছাড়ার পর বেস প্রাইস কমল শ্রেয়স আইয়ারের! রাহুল, পন্থদের কত

By Bangla News Dunia Rajib

Published on:

shreyas-iyer-kl-rahul-rishabh-pant-base-price

Bangla News Dunia , Rajib : আইপিএল ২০২৫ এর আগে সমস্ত টিম তাঁদের রিটেন প্লেয়াদের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় বাদ পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ, লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল। এছাড়াও অনেক প্লেয়ার রয়েছেন, যাদের ফ্রাঞ্চাইজিগুলি এবার আর রিটেন করেনি। এবার তাঁদের সবাইকেই নিলামে অংশ নিতে হবে।

শ্রেয়স আইয়ারের বেস প্রাইস

২০২২-এ KKR দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে থাকে ১২.২৫ কোটি দিয়ে কেনে শাহরুখ খানের দল। তবে KKR রিলিজ করতেই দর পড়েছে আইয়ারের। জাতীয় দলের প্লেয়ার হলেও আইয়ারের এবার বেস প্রাইস থাকবে মাত্র ২ কোটি! একদিকে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারের বেতন ৫৫ লাখ থেকে ১৩ কোটি হয়েছে, অন্যদিকে শেষবার IPL বিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের সর্বনিম্ন দাম ২ কোটি রাখা হয়েছে।

আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?

ঋষভ পন্থ, কেএল রাহুলের বেস প্রাইস কত?

তবে শুধু শ্রেয়স আইয়ারই নন, ঋষভ পন্থ ও কেএল রাহুলও দুই দলের অধিনায়ক ছিলেন। তাঁদেরও রিলিজ করা হয়েছে। আর এই দুজনারও বেস প্রাইস মাত্র ২ কোটি টাকাই ধার্য হয়েছে। তবে ২০২৫ এর IPL-র নিলামে এই প্লেয়াদের দাম ১০ গুণও বাড়তে পারে বলে অনুমান। সবথেকে বেশি দাম বাড়ার আশা রয়েছে ঋষভ পন্থের। কারণ বর্তমানে তিনি বিরাট ফর্মে রয়েছেন। ওদিকে সবথেকে কম দাম পেতে পারেন কেএল রাহুল। কারণ তার পারফরমেন্স দিন দিন তলানিতে ঠেকছে।

 

২ কোটির প্লেয়ারদের তালিকা

ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার ছাড়া এই প্লেয়াদেরও বেস প্রাইস ২ কোটি টাকা ধার্য করা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আভেশ খান, ঈশান কিষাণ, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ কৃষ্ণ, টি নটরাজন , হর্ষল প্যাটেল, আরশদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, মিচেল স্টার্ক, জোফরা আর্চার।

আরও পড়ুন : আমেরিকার সুইং স্টেটে ট্রাম্প ঝড় ! দেখুন দুই পক্ষের ফলাফল 

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন