পূজা আসছে ! ঘরের দেয়ালের তেলচিটে দাগ তুলুন ঘরোয়া উপায়ে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঘরের দেয়ালের তেলচিটে দাগ তুলুন ঘরোয়া উপায়ে। সামনে উৎসবের সময় আসছে তাই ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে। কিন্তু সবাই জানেন নানা কারণেই অসাবধানতাবশত দেয়ালে দাগ পড়ে যায়, বিশেষ করে যদি বাড়ি ছোট বাচ্চা থাকে। যদি দেয়ালে ময়লা বা কালি বা তেলচিটে দাগ পরে ঘরের সৌন্দর্য লোপ পেয়ে যায়। তাই দেয়ালের দাগ দূর করার সহজ উপায় আছে।

এক নজরে ঘরোয়া উপায় গুলি —-

১. ঘরের ময়লার দাগ তোলার পদ্ধতি —- অল্প বেকিং সোডা, ১ কাপ অ্যামোনিয়া অল্প গরম জলে ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিষ্কার কাপড় বা স্পঞ্জ নিয়ে এই মিশ্রণটি দিয়ে দেয়ালের দাগের উপরে আলতো ঘষে নিন। এরপর ভেজা একটি কাপড় দিয়ে মুছে পরিস্কার করে নিন। দেখবেন দেয়াল পুরো পরিষ্কার হবে।

আরো পড়ুন :- ২১শে বাংলায় পদ্ম নাকি জোড়াফুল ? মহাএক্সিটপোল পর্ব – দার্জিলিং

২. তেল-কালি তোলার পদ্ধতি —- রান্নাঘরের দেয়াল বা কারখানার দেয়ালে তেল-কালির দাগ বেশি পড়তে দেখা যায়। অল্প গরম জলে কোনো দাগ তোলার লিক্যুইড দিয়ে ভালো করে মিশিয়ে কাপড়ে লাগিয়ে দাগের উপর ঘষে তুলে ফেলুন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে পানি শুকিয়ে নিন। যদি অতিরিক্ত গ্রিজের মতো দাগ হয় তাহলে কিছুটা সাদা ভিনেগারের সাথে কিছুটা জল মিশিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিন।

৩. দেয়ালে যদি কলমের কালির বা অন্য কালির দাগ লেগে থাকে তাহলে নেইলপলিশ রিমুভার দিয়ে খুব সহজেই তুলে ফেলতে পারেন।

আরো পড়ুন :-  বাংলায় মাথাচাড়া দিচ্ছে জঙ্গি সংগঠন ! উদ্বেগ গোয়েন্দা মহলে

৪. এছাড়াও অন্যানো দাগের ক্ষেত্রে বেকিং সোডা ছিটিয়ে দিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে তুলে ফেলুন।।

Highlights

1. পূজা আসছে !

2. ঘরের দেয়ালের তেলচিটে দাগ তুলুন ঘরোয়া উপায়ে 

#WALL #HOME #CLEAN #TIPS

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন