ভারতে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প ! জানুন কবে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi and trump

Bangla News Dunia , Pallab : দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ভারতে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প ! কোয়াডের রাষ্ট্রনেতাদের সম্মেলনে তিনিই আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিনা আগ্রাসন রুখতে ভারতকে বাদ দিয়েই ‘স্কোয়াড’ জোট গড়েছিল আমেরিকা। কিন্তু ট্রাম্প কোয়াড বৈঠকে যোগ দিলে বোঝা যাবে, কোয়াডের প্রাসঙ্গিকতা বাড়ছে। ‘ড্রাগন’ বধে নয়াদিল্লিকে চাইছেন ট্রাম্প।

আরও পড়ুন : আমেরিকার সুইং স্টেটে ট্রাম্প ঝড় ! দেখুন দুই পক্ষের ফলাফল 

আগামী বছর ভারতে আয়োজিত হবে কোয়াডের শীর্ষ সম্মেলন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রনেতাদের সূচির সমস্যার কারণে তা নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল। সেই কারণেই আগামী বছরের কোয়াড সম্মেলন ভারতে আয়োজন করা হবে। সূত্রের খবর, ওই সম্মেলনে ট্রাম্পই আমেরিকার প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, চলতি বছরেই মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের নেতৃত্বে গঠন করা হয়েছে স্কোয়াড। এই জোটে আমেরিকার সঙ্গে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্স। কিন্তু ভারতের জায়গা হয়নি এই জোটে। #Short News

আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন