ফোনে শুভেচ্ছা জানাতেই মোদীকে ‘চমৎকার মানুষ’ সম্বোধন ট্রাম্পের

By Bangla News Dunia Rajib

Published on:

dgsd

Bangla News Dunia , Rajib : আমেরিকার প্রেসিডেন্ট ভোটের ফলাফল সামনে আসার পরেই বুধবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে তা জানান মোদী নিজেই।

তিনি নিজের পোস্টে লেখেন, ‘বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর জয় নিয়ে দুর্দান্ত কথোপকথন হলো। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে ভারত-আমেরিকা সম্পর্ক আরও জোরদার করার জন্য ফের তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কথোপকথনে মোদীকে ‘চমৎকার মানুষ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। গোটা বিশ্ব তাঁকে ভালোবাসে, মোদীর প্রশংসায় বলেছেন উচ্ছ্বসিত ট্রাম্প।

বুধবার দুপুরেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পের সঙ্গে বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, এই ঐতিহাসিক জয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে শুভেচ্ছা। ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানান। প্রসঙ্গত, ২০১৬-২০ সালে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি একাধিকবার মোদীকে বন্ধু বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, ২০২০ সালে দু’দিনের জন্য ভারতেও এসেছিলেন ট্রাম্প।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন