নির্বাচনী প্রচারে তৃণমূলকে কটাক্ষ রূপক মিত্রের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ইতিমধ্যেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার চলছে। প্রতিটি দলের প্রার্থীরাই নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রচার চালাচ্ছে। তবে কোন দলই তার বিরোধীদের একটুকুও জমি ছেড়ে দিতে রাজি নয় কারণ এর পরেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে এই বিধানসভার উপনির্বাচনে একাধিক আসন জয় করে প্রতিটি দলই নিজেদের ক্ষমতা বাড়িয়ে রাখতে চায়।

গতকাল নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রূপক মিত্র একটি নির্বাচনী সভা করেন। যেই সভায় রূপক মিত্রকে সমর্থন করতে সভা মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। এই সভা মঞ্চ থেকে রূপক মিত্র বলেন আমরা দুর্নীতিতে বিশ্বাসী নই, আমরা গুন্ডাগিরিতে বিশ্বাসী নই, আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই একদিকে যেমন তৃণমূল ও কংগ্রেস ও সিপিএমকে মানুষ দুর্নীতি ও গুন্ডাগিরির সাথে তুলনা করে থাকে ঠিক তেমনি মানুষ বিজেপিকে উন্নয়নের সাথে তুলনা করে থাকে।

এরই সাথে রূপক মিত্র তৃণমূলের প্রার্থীকে কটাক্ষ করে বলেন, যখন তিলোত্তমার বিচার চেয়ে সাধারণ মানুষ নৈহাটি এলাকায় শান্তিপূর্ণ মিছিল করছিল সেই মিছিলের উপরে তৃণমূলের এই প্রার্থীর নেতৃত্বেই তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছিল। তিনি বলেন, সেই আক্রমণের কারণেই তার প্রমোশন হয়েছে তৃণমূলে, তাই তাকে ভোটের টিকিট দিয়েছে তার দল।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন