লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের নাম জুড়ে গান, ফের অভিনেতাকে হুমকি

By Bangla News Dunia Rajib

Published on:

lawrence-bishnoi-salman-khan-big-boss-18

Bangla News Dunia , Rajib : জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমান খানের নাম জড়িয়ে গান নিয়ে তীব্র আপত্তি। ফের অভিনেতাকে প্রাণনাশের হুমকি। বৃহস্পতিবার মধ্যরাতে আবারও মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে সলমনের নাম করে একটি হুমকি মেসেজ আসে। একের পর এক হুমকির জেরে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হুমকি মেসেজে উল্লেখ করা হয়েছে, ‘গীতিকারের এমন হাল করব সে আর কোনও গান লেখার অবস্থায় থাকবে না। সলমন খানের সাহস থাকলে তাঁকে বাঁচান।’ কেন অভিনেতার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের নাম জড়িয়ে গান তৈরি করা হলো তা নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে এই হুমকি মেসেজে।

এর আগে সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩২ বছরের বিকা রাম ওরফে বিক্রমকে। কর্নাটকের হাভেরি থেকে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। রাজস্থানের জালোরের বাসিন্দা এই বিকা রামকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুম্বইয়ের অ্যান্টি টেরর স্কোয়াড (ATS)।

সলমনের পাশাপাশি এ বার শাহরুখ খানকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ সেই মর্মে তদন্তে শুরু করেছে। অভিনেতার থেকে ৫০ লক্ষ টাকা চেয়ে হুমকি মেসেজ এসেছে মুম্বইয়ের বান্দ্রা থানায়। ফোন নম্বর ট্রেস করে মুম্বই পুলিশ জানতে পেরেছে রায়পুরের আইনজীবী ফইজ়ান খানের নামে ওই নম্বর রেজিস্টার্ড। তবে ওই ব্যক্তির অভিযোগ, গত ২ নভেম্বর তাঁর ফোন চুরি হয়ে যায়। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন এই আইনজীবী।

তবে তদন্তে উঠে এসেছে ১৯৯৪ সালে ‘অঞ্জাম’ সিনেমায় শাহরুখ খানের একটি সংলাপ নিয়ে আপত্তি তুলেছিলেন এই আইনজীবী ফইজ়ান খান। সেই সংলাপে হরিণ শিকারের প্রসঙ্গ থাকায় বিষ্ণোই সম্প্রদায় ক্ষুব্ধ হয়েছিল বলে দাবি করেছিলেন আইনজীবী। বৃহস্পতিবার মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিনি বলেন, ‘আমি রাজস্থানের বাসিন্দা। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ আমার বন্ধুস্থানীয়। ওরা হরিণদের রক্ষা করে। কোনও মুসলিম যদি এই বিশ্বাসে আঘাত করে কথা বলেন তবে তার প্রতিবাদ জানাবই।’

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন