DA বাড়াতে অনীহা রাজ্যের, এবার চরম পদক্ষেপের পথে সরকারি কর্মীরা

By Bangla News Dunia Rajib

Published on:

6th-Pay-Commission

Bangla News Dunia , Rajib : ২০২৪ এর লোকসভা নির্বাচনের অনেক আগেই মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। একধাক্কায় প্রায় ৪ শতাংশ বাড়িয়ে ৪৬ থেকে ৫০ শতাংশে নিয়ে আসা হয়েছিল DA এর পরিমাণ। তারপর ফের গত ১ জুলাই থেকে ফের কেন্দ্র তাঁর কর্মীদের DA এর পরিমাণ ৩ শতাংশ বাড়িয়ে দেয়। যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মীদের DA এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

প্রকাশ্যে এল সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধি সূচক

বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ দফতর প্রকাশ্যে এনেছে সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধি সূচক। এবং রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে ০.৭ পয়েন্ট। কিন্তু বর্তমানে সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক দাঁড়িয়েছে ১৪৩.৩ পয়েন্টে। আবার , এর আগে চলতি বছর জুলাই মাসে মূলবৃদ্ধি সূচক বেড়ে ১৪২.৭ পয়েন্ট হয়েছিল। যার ভিত্তিতে আগস্ট মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম গিয়ে ১৪২.৬ পয়েন্ট হয়েছিল। আশা করা যাচ্ছে পরের বছর জানুয়ারিতে ফের বৃদ্ধি পেতে চলেছে DA এর পরিমাণ।

আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা

আরো পড়ুন : লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের নাম জুড়ে গান, ফের অভিনেতাকে হুমকি

কর্মীরা DA বৃদ্ধির দাবিতে আন্দোলনে সরব

কিন্তু DA-র বৃদ্ধির ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে বাংলা। চলতি বছর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারী কর্মীদের DA শেষ ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাতেও বরফ গলেনি। পার্থক্য এখনও অনেক। তাই প্রথম থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারী কর্মীরা সমকেন্দ্রীয় হারে DA এর দাবি করেই চলেছে। কিন্তু সেই বিষয়ে এখনও চুপ মমতা সরকার। তবে সম্প্রতি জানা যাচ্ছে শুধু বাংলা নয় এই আবহে এবার DA বৃদ্ধির লড়াইয়ে কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীরাও সরব হয়েছেন। জানা গিয়েছে এই বিষয়ে কর্ণাটক রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সভাপতি সিএস সদাক্ষারী দেখা করলেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এলকে আতিকের সঙ্গে।

এদিকে কেন্দ্রীয় সরকারের DA বৃদ্ধির ফলে উপকৃত হবেন দেশের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনার। সম্প্রতি ঘোষণা করা ৩ শতাংশ DA বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিন মাসের বকেয়া পাবেন। এর আওতায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়াও কর্মচারীদের অক্টোবরের বেতনের সঙ্গে যোগ করা হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন