Bangla News Dunia , Pallab : বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে ২০২৪ সাল। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এই তথ্য় প্রকাশ করেছে। আগামী সপ্তাহেই আজারবাইজানে অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সম্মেলন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয় এই উদ্যোগকে কিছুটা সংশয়ে ফেলেছে।
আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা
সিথ্রিএস-র তরফে জানানো হয়েছে, জানুয়ারি থেকে অক্টোবরের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এই বিষয়টি জানা গিয়েছে। এই সময়ের মধ্যে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে এই বছরটি বিশ্বের উষ্ণতম বছর হতে চলেছে। চলতি বছরের বাকি কয়েকদিন গোটা বিশ্বের উষ্ণতা শূন্যের কাছাকাছি থাকলে তবেই রেকর্ড ভাঙা সম্ভব।
সিথ্রিএস-র তরফে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জোড়া কারণ রয়েছে। এক বিভিন্ন মহাদেশ গুলির তাপমাত্রা বাড়ছে দিনদিন। পাশাপাশি সমুদ্রতলের উষ্ণতাও বাড়ছে। মূলত কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্যই বাড়ছে দূষণের পরিমাণ। এছাড়াও, কয়লা, পেট্রোলের মতো শক্তি ব্যবহারের ফলে বাড়ছে বিশ্বের তাপমাত্রা। #Short News