Bangla News Dunia , Rajib : শীর্ণকায় এক মহিলা, বসে গিয়েছে দুই গাল, দেখলে মনে হচ্ছে অসুস্থ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবিকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ এই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। মহাকাশে গিয়ে তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন?
মহাকাশে ভালো নেই সুনীতা?
ভারতীয় বংশদ্ভুত নভশ্চর সুনীতা ইউলিয়ামস। মার্কিন মুলুকের মহাকাশচারী হলেও ভারতীয়দের মনে তাঁকে নিয়ে রয়েছে বিশেষ জায়গায়। তাই তাঁর সদ্য প্রকাশিত ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। এখন সুনীতা কেমন আছে? ছবি দেখে মনে হচ্ছে পুরোপুরি ঠিক নেই, মন্তব্য করেছেন সিয়াটেলের এক চিকিৎসক।
৮ দিনের জায়গায় ৮ মাস
সুনীতার সঙ্গে মহাকাশে রয়েছেন ব্যারি বুচ উইলিয়ামস। কথা ছিল ৮ দিনের জন্য তাঁদের মহাকাশে পাঠানো হবে। সেখানে হয়ে গেল ৮ মাস। এখনও মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা ও ব্যারি। শোনা যাচ্ছে এই দু’জনকে উদ্ধার করার জন্য কাজ শুরু করে দিয়েছেন ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। সুনীতাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য মহাকাশে পাঠানো হবে বিশেষ স্পেস ক্যাপসুল। কিন্তু ঠিক কবে সেটা উদ্ধার কার্যে বেরোতে পারবে সেটা এখনও নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, সব কাজ মিটিয়ে স্পেস ক্যাপসুল উড়তে এখনও কিছুটা সময় লাগবে।
আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা
আরো পড়ুন : লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের নাম জুড়ে গান, ফের অভিনেতাকে হুমকি
সুনীতার দেহে কমছে ক্যালোরি?
উদ্বেগ বাড়ছে সুনীতা উইলিয়ামসের স্বাস্থ্য নিয়ে। সিয়াটেলের এক চিকিৎসক জানিয়েছেন, ছবিতে দেখা যাচ্ছে সুনীতার গাল দু’টো ঢুকে গেছে। সম্ভবত ক্যালোরির সমস্যা থাকলে এমনটা হতে পারে। ক্লান্তির ছাপও পড়েছে বলে মনে হচ্ছে। এতো উঁচুতে স্পেশালাইজ হাই প্রেসার কেবিনে থাকলে মানুষের শরীরের ওপর চাপ পড়তে পারে। যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেখানে সুনীতার সঙ্গে বুচকেও দেখা যাচ্ছে। সুনীতা খাচ্ছেন পিৎজা।
সুস্থ হওয়ার পরেও কেন হাসপাতালে?
কিছু দিন আগে ক্রু-৮ এর সদস্যরা পৃথিবীতে ফিরে এসেছিলেন। চারজন একেবারে সুস্থ বলে জানা গিয়েছিল। কিন্তু তারপরেও তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ থাকার পরেও কেন হাসপাতালে ভর্তি করা হল, তাহলে কি মহাকাশে গিয়ে তাঁরাও কোনওভাবে অসুস্থ হয়ে পড়েছেন? সুনীতার ছবি প্রকাশ্যে আসার পর থেকে উঠতে শুরু করেছে এরকম কিছু প্রশ্ন।