Bangla News Dunia , Pallab : মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে, এই রাজ্যে খুব ভাল ফল করেছিল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি বা এমভিএ জোট। তবে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং এনসিপি (শরদ পওয়ার)-এর এই জোটে ফাটল ধরাতে পারে একটি নাম – ভিডি সাভারকর। শিবসেনা (উদ্ধব ঠাকরে) যেখানে হিন্দুত্ববাদী সাভারকরকে মাথায় তুলে রাখে, তার বিপরীতে ধারাবাহিকভাবে সাভারকরের সমালোচনা করেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা।
আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা
এবার এমভিএ জোটের এই দুর্বল জায়গাতেই ঠিক আঘাত করলেন প্রদানমন্ত্রী মোদী। এদিন তিনি রাহুল গান্ধী ও কংগ্রেস নেতাদের দিয়ে প্রকাশ্যে ভিডি সাভারকর এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের প্রশংসা করানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমভিএ জোটের দিকে।
এদিন নাসিকে এক জনসভা করে, একেবারে উচ্চগ্রামে মহারাষ্ট্রের ভোট-প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস বা তার যুবরাজ (রাহুল গান্ধী) তাদের সমাবেশে বীর সাভারকারের প্রশংসা করুক… রাহুল গান্ধী তা করতে পারবেন না। এমভিএ শরিকরা কংগ্রেস এবং গান্ধীকে দিয়ে বীর সাভারকরের আত্মত্যাগ এবং কালা পানিতে তাঁর দিন গুলির প্রশংসা করানোর চেষ্টা করুক। #Short News