খাদ্যের সদৃশ বিভিন্ন লক্ষণে হোমিওপ্যাথিক_ঔষধাবলী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia , Pallab : অসহ্য_খাদ্যের_সদৃশ_হোমিওপ্যাথিক_ঔষধাবলী

লবণ সহ্য হয় না > অ্যালুমিনা, কার্বোভেজ, লাইকো, নাক্স ভমিকা, ফসফরাস, সেলিনিয়াম ।

মিষ্টি সহ্য হয় না > অ্যান্টিম-ক্রুড, আর্জেন্ট-নাইট্রিকাম, ক্যামোমিলা, গ্র্যাফাইটিস, ইগ্নেসিয়া, মার্ক-সল, সেলিনিয়াম, সালফার, স্পঞ্জিয়া, থুজা, মেডো ।

অম্ল সহ্য হয় না > অ্যান্টিম-ক্রুড, আর্জেন্ট-নাইট্রিকাম, আর্সেনিক, বেল, ফেরাম, ল্যাকেসিস, সালফার, সিপিয়া ।

আলু সহ্য হয় না > এলুমিনা, কলোফাইলাম, নেট্রাম-সালফ, সিপিয়া, ভিরেট্রাম ।

বাঁধাকপি সহ্য হয় না > ব্রাইও, চায়না, লাইকো, ম্যাগ-কার্ব, নেট্রাম-সালফ, পেট্রোলিয়াম, পালস

কড়াই বা গুটি সহ্য হয় না > ব্রাইও, ক্যাল্কেরিয়া-কার্ব, লাইকো, পেট্রোলিয়াম ।

মাখন সহ্য হয় না > আর্সেনিক, কার্বোভেজ, চায়না, সাইক্লামেন, ফেরাম ফস, টিলিয়া, পালস, সিপিয়া ।

পাউরুটি সহ্য হয় না > অ্যান্টিম-ক্রুড, ব্যারাইটা-কার্ব, ব্রাইও, কষ্টিকাম, নেট্রাম-মিউর, নাইট্রিক-অ্যাসিড, নাক্স ভম, পালস, রাসটক্স, সারসা, সিপিয়া, সালফার ।

ডিম সহ্য হয় না > কলচিকাম, ফেরাম ।

মাছ সহ্য হয় না > প্লাম্বাম, নেট্রাম-সালফ ।

ফল সহ্য হয় না > আর্সেনিক, ব্রাইও, চায়না, কলোফাইলাম, নেট্রাম-সালফ, পালস, ভিরেট্রাম ।

আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা

তরমুজ সহ্য হয় না > আর্সেনিক ।

মাংস সহ্য হয় না > কলচিকাম, ফেরাম, কেলি-বাই, টিলিয়া, পালস ।

দুধ সহ্য হয় না > ইথুজা, ক্যাল্কেরিয়া কার্ব, ক্যাল্কেরিয়া সালফ, চায়না, কোনিয়াম, ম্যাগ-মিউর, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার ।

পেঁয়াজ সহ্য হয় না > লাইকো, পালস, থুজা ।

চা সহ্য হয় না > ইস্কুলাস, চায়না, ফেরাম, সেলিনিয়াম, থুজা ।

খাদ্যদ্রব্য গরম সহ্য হয় না > আম্ব্রাগ্রেসিয়া, অ্যানাকার্ডিয়াম, ব্যারাইটা কার্ব, বেল, ব্রাইও, কার্বোভেজ, ক্যামোমিলা, কক্কাস-ক্যাক, কুপ্রাম, ইউফ্রেসিয়া, কেলি-কার্ব, ল্যাকেসিস, ম্যাগ-মিউর, মেজেরিয়াম, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, পালস, রাসটক্স ।

খাদ্যদ্রব্য ঠাণ্ডা সহ্য হয় না > অ্যান্টিম-ক্রুড, আর্জেন্ট নাইট্রিক, আর্সেনিক, বোভিষ্টা, ব্রাইও, ক্যাল্কেরিয়া ফস, কার্বোভেজ, ককুলাস, কোনিয়াম, ডালকামরা, গ্র্যাফাইটিস, হিপার, ক্যালি-কার্ব, ক্রিয়োজোট, ল্যাকেসিস, লাইকো, ম্যাঙ্গানাম, মার্কসল, নেট্রাম-সালফ, নাইট্রিক অ্যাসিড, নাক্সভম, ফসফরিক অ্যাসিড, পালস, রডোডেনডন, রাসটক্স, সিপিয়া, সাইলি, সালফার, ভিরেট্রাম ।

খাদ্যের গন্ধ সহ্য হয় না > আর্সেনিক, ককুলাস, কলচিকাম, ডিজিটেলিস, ইপিকাক, ল্যাকেসিস, সিপিয়া, ষ্ট্যানাম। #End

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন