Bangla News Dunia , Rajib : মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে দিন কয়েকের ব্যবধানে দু’টি স্লোগান তৈরি করেছে তৃণমূল। একটি হলো — ‘মেদিনীপুর করবে জয়, ঘরের ছেলে সুজয়।’ দ্বিতীয়টি — ‘ঘরের ছেলে লড়তে জানে, মাঠ কাঁপিয়ে খেলতে জানে।’ প্রার্থী সুজয় হাজরার প্রচারে এই দুই স্লোগানই ব্যবহার করেছেন তৃণমূল কর্মী–সমর্থকরা।
মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর জন্যও একাধিক স্লোগান তৈরি করেছে জোড়াফুল শিবির। একটি স্লোগান — ‘টোটো সমাজের অঙ্গীকার, জোড়াফুলে ভোট এ বার।’ আর একটি হলো — ‘মাদারিহাটে পাতলে কান, তৃণমূলের জয়গান।’
ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে প্রত্যেক প্রার্থীর জন্যই দিন কয়েক অন্তর নতুন নতুন স্লোগান তৈরি করছে তৃণমূল। সোশ্যাল মিডিয়াতে সেই স্লোগান পোস্টও করা হচ্ছে। পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার, মিছিল, মিটিংয়েও দলীয় কর্মী–সমর্থকদের মুখে তা শোনা যাচ্ছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, ব্রাত্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ চিক বরাইক থেকে সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো শাখা সংগঠনের নেতৃত্বও নির্বাচনী প্রচারে নেমেছেন।
মেঠো ক্যাম্পেনিংয়ের সঙ্গেই প্রার্থীদের অতীত কর্মকাণ্ডের ছোট ছোট ভিডিয়ো তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছে তৃণমূলের ডিজিটাল টিম। যেমন, করোনার সময়ে জয়প্রকাশ টোপ্পো কী ভাবে চা–বলয়ের বাসিন্দাদের কাছে খাদ্য–বস্ত্র পৌঁছে দিয়েছেন, সে বর্ণনা রয়েছে এই ভিডিয়োয়। দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা, মানসিক ভাবে অসুস্থদের চিকিৎসার বন্দোবস্তও তিনি করেছেন বলে ভিডিয়োয় দাবি। নেপালি, বাংলা, হিন্দি ছাড়াও একাধিক আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন তৃণমূলের এই প্রার্থী।
হাড়োয়ার জোড়াফুল প্রার্থী শেখ রবিউল ইসলামের জন্যও তৈরি হয়েছে ভিডিয়ো। সিতাইয়ের দলীয় প্রার্থীকে ‘ঘরের মেয়ে’ হিসেবে চিহ্নিত করে তিনি কী কী সেবামূলক কাজ করেছেন, তার প্রায় দেড় মিনিটের ভিডিয়ো বানিয়ে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। নৈহাটির প্রার্থী সনৎ দে–র একাধিক ভিডিয়ো বানিয়ে পোস্ট করা হয়েছে।
জোড়াফুল শিবিরের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘ট্র্যাডিশনাল প্রচারের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়াকেও অবজ্ঞা করা যায় না। আমরা এই দু’ধরনের প্রচারে সমন্বয় ঘটাচ্ছি। প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন দলীয় নেতৃত্ব। আবার সেই প্রার্থীর একাধিক ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হচ্ছে।’
আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব
এ দিকে, শক্তিশালী আইটি সেল থাকলেও এখনও জোড়াফুলের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো ধারাবাহিক কাউন্টার প্রচার তৈরি করে উঠতে পারেনি গেরুয়া ব্রিগেড। মেঠো প্রচারে গেরুয়া শিবিরকে টানছেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। অধিকাংশ বিধানসভাতেই জনসভা করেছেন শুভেন্দু। মেদিনীপুরে রাস্তায় নেমে দলীয় প্রার্থীর সমর্থনে লিফলেট বিলি করেছেন তিনি। আবার মাদারিহাট, তালড্যাংরা বিধানসভায় প্রচার করেছেন সুকান্ত।
সব মিলিয়ে প্রচারের ঝাঁজে জোড়াফুল এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। গেরুয়া শিবির অবশ্য তা মানতে নারাজ। শনিবার মেদিনীপুরে নির্বাচনী সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘এদের (তৃণমূল) সঙ্গে মানুষ নেই। এদের সঙ্গে কেবল পুলিশ রয়েছে।’
উপনির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে দুই ফুলের সঙ্গে প্রচার–যুদ্ধে টিকে থাকার চেষ্টা করছে বাম এবং কংগ্রেস–ও। একাধিক বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএমের যুব বাহিনীও প্রচার নেমেছে।
বিধান ভবনের হয়ে কার্যত একাই প্রচার–যুদ্ধ চালাচ্ছেন শুভঙ্কর সরকার। বিধান ভবনের পরিচিত অভিজ্ঞ নেতাদের এখনও সে ভাবে ময়দানে নামতে দেখা যায়নি। শুভঙ্কর একাই মেদিনীপুর থেকে সিতাই পর্যন্ত দৌড়োদৌড়ি করছেন।
#END
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
PAN Card নিয়ে বড় আপডেট! এই কাজটি করলে ফোনে Spam Call আসবে না👇🏻https://t.co/NAD1RCzfAn
— Daily Khabor Bangla (@daily_khabor) November 10, 2024
মাধ্যমিক পাশে আশা কর্মী পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে হবে চাকরি👇🏻https://t.co/VtrB3At9Ik pic.twitter.com/NpiZs50Gh3
— Daily Khabor Bangla (@daily_khabor) November 10, 2024
Primary TET: ২০২২ টেট পাশ চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে সুখবর, দেখে নিন কি সেই খবর!👇🏻https://t.co/rDJxCiW31x
— Daily Khabor Bangla (@daily_khabor) November 10, 2024
আরো পড়ুন :- তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গরমিল, আজ রিপোর্ট জমার নির্দেশ মুখ্যমন্ত্রীর
আরো পড়ুন :- সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা
আরো পড়ুন :- লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের নাম জুড়ে গান, ফের অভিনেতাকে হুমকি