আমজনতার হেঁশেলে ছেঁকা ! ফের বাড়ছে দাম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

hass and murgi egg

Bangla News Dunia,  Pallab : আচমকাই কলকাতা ও তার আশপাশের খোলা বাজারে পোলট্রি ডিম বিকোচ্ছে 16 টাকা জোড়ায়। দিন কয়েক আগেই দাম ছিল 12 থেকে 13 টাকা। সোমবার একলাফে তা বেড়ে হল 16 টাকা। দাম কেন বাড়ল তা জানিয়েছেন ব্যবসায়ী সমিতির কর্তারা। শুধু তাই নয়, আগামিদিনে দাম আরও বাড়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন তাঁরা।

আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে

পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ন্যাশনাল এগ কো-অর্ডিবেশন কমিটি আজ 100টি ডিমের দাম ধার্য করেছে 610 টাকা। অর্থাৎ এক একটি 6.10 পয়সা কেনা পড়ছে। তার নিয়ে যাওয়ার খরচ ধরলে সব মিলিয়ে 6.25 পয়সা। সেই হিসেবেই খোলা বাজারে দাম বেড়ে হয়েছে 15-16 টাকা জোড়া ৷

দ্য কলকাতা এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দত্ত বলেন, “অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকেই আসে অধিকাংশ ডিম। রাজ্যে যে পরিমাণে ডিম হয় তা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানের চাহিদা মেটায়। বাকি ডিম আসে ওই দুই রাজ্য থেকে। অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের দাম ঠিক করে একটি কমিটি। এখানে ডিমের উৎপাদন বৃদ্ধি হলে দাম আমরা নিয়ন্ত্রণ করতাম।” #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন