Bangla News Dunia , Rajib : ইউকো ব্যাংক দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক প্রার্থীরা ভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। চাকরির অপেক্ষায় রত প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ । আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | ইউকো ব্যাংক দপ্তরে |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬/১১/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – চিফ রিস্ক অফিসার, ডাটা প্রোটেকশন অফিসার, চিফ ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট), ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট),ম্যানেজার – ইকনমিস্ট,অপারেশনাল রিস্ক অ্যাডভাইজার,ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার।
শূন্যপদ – ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স /আইটি /ডাটা সায়েন্সে /B.Tech /M.Tech / ডেপুটি জেনারেল ম্যানেজার / এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট /ক্লাইমেন্ট ফাইন্যান্সে /Economics বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি/ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টে বা ডাটা প্রাইভেসি নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে।
অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/১০/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে প্রদান করা হবে।
(UCO Bank Job Vacancy 2024)
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
www.ucobank.com এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে (UCO Bank Job Vacancy 2024) সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে নিজের দায়িত্বে ভালোভাবে দেখে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) প্রয়োজনীয় মার্কশিট/শংসাপত্রের স্ক্যান করা স্ব-প্রত্যয়িত কপি।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩) আধার কার্ডের।
৪) প্রার্থীদের পাসপোর্টের আকারের ফটোগ্রাফ।
৫) কাজের অভিজ্ঞতার শংসাপত্র।
৬) আবেদনকারীর স্বাক্ষর।
আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে SC/ST/PwD ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা এবং বাকি সকল প্রার্থীদের ৬০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা করতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬/১১/২০২৪
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।