Bangla News Dunia , Pallab : উদ্বেগের খবর শোনাল ICMR। সাম্প্রতিক রিপোর্টে দাবি, একাধিক রোগ-ব্যাধির নিরাময় আগের তুলনায় আরও কঠিন হচ্ছে। কারণ, একাধিক রোগ-ব্যাধি সৃষ্টিকারী ব্যাকটিরিয়ার উপর অ্যান্টিবায়োটিকের প্রভাব ক্রমশ কমে আসছে। ব্যাধিই ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠছে।
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও
তালিকায় রয়েছে ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন), রক্তের সংক্রমণ, নিউমোনিয়া, টাইফয়েড, সেপসিস, ডায়েরিয়া প্রভৃতি। বিশেষ করে ই কোলাই, ক্লিবসিয়েল্লা নিউমোনিয়া, সিউডোমোনাস ইরুজিনোসা, স্ট্যাফাইলোকক্কাই এরিয়াসের মতো ব্যাকটিরিয়া দিন দিন অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠছে বলেই ICMR-র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সারভেইল্যান্স নেটওয়ার্কের বার্ষিক রিপোর্টে দাবি করা হয়েছে।
জানা গিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিক থেকে তথ্য সংগ্রহ করে (এই তালিকায় আইসিইউ-র রোগী এবং আউটপেশেন্টরাও আছেন) এই রিপোর্ট তৈরি হয়েছে। #Short News
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে