Bangla News Dunia , Pallab : কলকাতা ও দক্ষিণবঙ্গে এখন শীতের আমেজ স্পষ্ট। দিনের বেলা রোদের উত্তাপ এখনও কিছুটা অনুভূত হলেও, রাত নামতেই আবহাওয়া হয়ে উঠছে শীতল। শীতের আমেজ বাড়ছে শহরজুড়ে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শীতের আগমন এখন আর খুব বেশি দূরে নয়।
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে পূজোর পরে উৎসবমুখর শহরবাসীর জন্য এটি এক স্বস্তির খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে কৃষকেরাও এখন সুরক্ষিত অবস্থায় তাদের শস্যের পরিচর্যা করতে পারবেন।
আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, কলকাতায় মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এই সময়টায় দিনের বেলায় কিছুটা গরম থাকলেও রাতের দিকে ঠান্ডা পড়তে শুরু করবে। তবে, আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩-৪ ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে শীতের আমেজ আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। #Short News