আমেরিকার প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস ? জানুন কিভাবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে ডেমোক্র্যাটিক পার্টির একটি অংশের দাবি, যাতে প্রেসিডেন্ট জো বাইডেন পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দেন। এই দাবিদারদের মধ্যে রয়েছেন বাইডেনের প্রাক্তন উপদেষ্টা জামাল সিমন্সও, যিনি মনে করেন, যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট পাওয়ার যোগ্য।

আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও

কমলা হ্যারিসকে কেন্দ্র করে এই জল্পনা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে, যেখানে নানা রিপোর্টে উঠে আসছে যে, কার্যত প্রেসিডেন্ট হিসেবে প্রশাসনের নানা কাজ ইতিমধ্যেই হ্যারিস চালাচ্ছেন। তবে এর বিরুদ্ধে কিছু সমালোচনাও রয়েছে। প্রশ্ন উঠেছে, জনপ্রিয় ভোটে পরাজিত এমন একজন প্রার্থীর প্রতি এই দায়িত্ব অর্পণ করা কতটা ন্যায্য হবে।

সম্প্রতি শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিস পরাজিত হয়েছেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি ব্যাপক ব্যবধানে হেরে গেছেন। বেশিরভাগ জনমত সমীক্ষায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও, ‘নীরব সমর্থক’ বলে পরিচিত ভোটারদের সমর্থনে ট্রাম্প নিরঙ্কুশ জয় ছিনিয়ে এনেছেন। #Short News

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন