ফের হামলা চালাতে পারে খলিস্তানিরা! আশঙ্কায় বাতিল কানাডার হিন্দু মন্দিরের অনুষ্ঠান

By Bangla news dunia Desk

Published on:

india canada relations

 

Bangla News Dunia , দীনেশ  সম্প্রতি কানাডার ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে ঢুকে হামলা চালিয়েছে খলিস্তানিরা (Khalistani)। ফের হামলা হতে পারে এই আশঙ্কায় এবার এক হিন্দু মন্দিরের অনুষ্ঠান বাতিল করা হল কানাডায় (Canada)।

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

জানা গিয়েছে, আগামী ১৭ নভেম্বর ব্রাম্পটনের ত্রিবেণী মন্দিরে (Triveni Mandir) ভারতীয় বংশোদ্ভূতদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় কনসুলার ক্যাম্পের (Consular camp) আয়োজন করে ভারতীয় হাই কমিশন। ভারতীয় বংশোদ্ভূত হিন্দু এবং শিখদের জন্য স্থানীয় স্তরে লাইফ সার্টিফিকেট তৈরি ও পুনর্নবীকরণ করা হয় এই ক্যাম্পে। কিন্তু গত সপ্তাহে হিন্দু সভা মন্দিরের ঘটনায় আতঙ্কিত রয়েছেন সকলে। যার জেরে আপাতত সেই ক্যাম্প বাতিল করা হয়েছে।

ত্রিবেণী মন্দিরের তরফে এনিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ১৭ নভেম্বর ব্রাম্পটনের ত্রিবেণী মন্দিরে লাইফ সার্টিফিকেটের ক্যাম্প বাতিল করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে যে মন্দিরে ক্যাম্প হলে সেখানে হামলার উচ্চ আশঙ্কা রয়েছে।’ সকলের কাছে ক্ষমাও চেয়েছে মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় পুলিশকে মন্দিরের বিরুদ্ধে প্রচারিত হুমকি মোকাবিলার জন্য এবং সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। তবে স্থানীয় পুলিশ কানাডার হিন্দু মন্দিরগুলিতে কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। সেখানেও একটি ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় হাই কমিশন। মন্দিরে আসা পুণ্যার্থীদের মারধর করে খলিস্তানিরা। রেহাই মেলেনি মহিলা এবং শিশুদেরও। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলাকারীদের বাধা দেয়নি। এরপরই এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিবৃতি জারি করে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করা হয়েছিল।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন