Bangla News Dunia , দীনেশ : নতুন করে ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। কুকিদের ১১ জনের মৃত্যুর পর সোমবার রাত থেকে কার্ফিউ (Curfew) জারি করা হয়েছে জিরিবাম (Jiribam) জেলায়।
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
এদিন গোটা জেলাজুড়েই থমথমে পরিবেশ। অসমের সীমানাবর্তী এই জেলায় গতকাল সিআরপিএফের (CRPF) শিবিরে হামলা চালানোর অভিযোগ ওঠে। পালটা সিআরপিএফ গুলি চালালে হামলাকারীদের ১১ জন নিহত হয়। কেন্দ্রীয় বাহিনীর অনুমান, নিহতরা সকলেই কুকি গোষ্ঠী। তাঁদের ছোড়া গুলিতে সিআরপিএফের এক জওয়ানও গুরুতর জখম হয়েছেন বলে খবর। তিনি অসমের (Assam) শিলচর মেডিকেল কলেজে ভর্তি। গতকাল রাতে গুলির লড়াই চলেছে পশ্চিম ইম্ফলেও। সেখানে কুকিদের গুলিতে জখম হয়েছেন দু’জন। পাশাপাশি, এদিন সকালে জিরিবামের একটি বাড়ির ভিতর থেকে দুই প্রৌঢ়ের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ১১ জনের মৃত্যুতে একাধিক জায়গায় বনধ ঘোষণা করেছে কুকি গোষ্ঠীগুলি।
আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত ১১ জনই কুকি গোষ্ঠীর সদস্য। গতকাল তারা প্রথমে বড়বেকরা মহকুমা সদর থানায় হামলা চালায়। এরপর, একাধিক বাড়িঘর ও দোকানে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়ি। এরপর জাকুরাডোর করংয়ের রাস্তায় সিআরপিএফের উপর হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। তাতে মৃত্যু হয় ১১ জনের। ঘটনার পর এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।