Krishak Bandhu – ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে, তার আগে এই কাজ করে নিন

By Bangla news dunia Desk

Published on:

mamata banerjee

 

Bangla News Dunia , দীনেশ কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu) নিয়ে নতুন আপডেট সামনে এল। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যেগুলি দ্বারা মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন। বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তেমনি দেশের কৃষকদের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে।

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

WB Krishak Bandhu Scheme Update

কৃষিকাজের আধুনিক উন্নতি ব্যবস্থার জন্য যন্ত্রপাতি, কীটনাশক ও সার ইত্যাদি কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে, ডিসেম্বর মাস থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য বরাদ্দ টাকা বাড়ানো হবে। সম্প্রতি কেন্দ্র মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রবি ফসলের MSP বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। এর ফলে দেশের কৃষকদের আয় অনেকটাই বৃদ্ধি পাবে যেটা কৃষকদের জন্য অত্যন্ত সুখবর।

কৃষকরা সাধারণত খারিফ শস্য ও রবি শস্যের চাষ করেন। রবি মরশুমে যে সমস্ত সর্ষের চাষ করা হয় তার মধ্যে রয়েছে গম, সর্ষে, ছোলা। রবি শস্যের চাষ শুরু করা হয় অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। রবি শস্যের MSP বৃদ্ধি করার ফলে সরকার থেকে যে অর্থ পাবেন কৃষকরা, তাতে চাষীদের চাষাবাদের জন্য আগ্রহ অনেকটাই বেড়ে যাবে যেটা একজন চাষীর কাছে অনেকটাই আশার সঞ্চার ঘটাবে, সেইসাথে আর্থিক দিকেও উন্নতি ঘটবে।

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন ডিসেম্বর থেকে

এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ডিসেম্বর থেকে দ্বিগুণ অর্থ প্রদান করা হবে, একদিকে রবিশস্যের জন্য MSP বৃদ্ধি অন্যদিকে প্রকল্পের টাকা দ্বিগুণ করার এই দুই প্রভাব কৃষকদের জীবনযাত্রার মানকে অনেকটাই উন্নত করবে এটাই স্বাভাবিক। সেই সাথে কৃষকদের আর্থিক সমস্যার দূরীকরণ ঘটবে কেন্দ্র সরকারের এই নয়া পদক্ষেপের জন্য।

আমাদের দেশের কৃষকরা দেশের মানুষের জন্য ফসল উৎপাদন করলেও তাদের জীবনযাত্রা মান এখনো অনুন্নত, অথচ দেশের অধিকাংশ মানুষই কৃষিজীবী। ভারতের মূল স্তম্ভ এই কৃষি কাজ তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ সার্বিকভাবে দেশের কৃষি অর্থনীতিতেও স্থিতিশীলতা আনবে, এছাড়া অনেক কৃষকরা, যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী আর্থিক ইনকাম হয় না বলে অনেকেরই কৃষি কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছিল।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

কেন্দ্রীয় সরকারের এই নতুন ঘোষণা সমস্ত কৃষকদের চাষাবাদের প্রতি নতুন করে আগ্রহ আনবে সেটা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের অর্থ দ্বিগুণ করা এবং রবিশস্যের MSP বৃদ্ধি কৃষকদের জীবনে নতুন দিগন্ত খুলে দিল, যার আলোতে মুখরিত হবে কৃষকদের আগামী জীবন।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন