মেক্সিকোর পানশালায় সশস্ত্র দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১০ জনের, জখম ৭

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : মেক্সিকোর একটি পানশালায় দুষ্কৃতী হামলায় প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। শনিবার রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে সান্তিয়াগো দে কেরেতারো শহরে। এই ঘটনায় জখম হয়েছেন আরও ৭ জন। এই ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। উদ্ধার করা হয়েছে হামলাকারীদের গাড়িটি।

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

সান্তিয়াগো দে কেরেতারো শহরটি মেক্সিকোর একটি নিরাপদ শহর বলেই পরিচিত। বিগত দুই-তিন বছর ধরে এই শহরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এবার ভয়াবহ ঘটনা ঘটে গেল সান্তিয়াগো দে কেরেতারো শহরের একটি নামী পানশালায়। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, শনিবার সন্ধেয় একটি পিক আপ ভ্যানে করে বেশ কয়েক জন দুষ্কৃতী ওই পানশালায় পৌঁছয়। পানশালার ভিতরে ঢুকে তারা আচমকাই গুলি চালাতে শুরু করে। রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অনেকে। রক্তে লাল হয়ে যায় পানশালার মেঝে। এরপর গুলি চালাতে চালাতেই পালিয়ে যায় দুষ্কৃতী দলটি। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পানশালার ভিতরে থাকা কমপক্ষে ১০ জন। জখম হন কমপক্ষে ৭ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হতাহতদের উদ্ধার করে পুলিশ পাঠায় স্থানীয় একটি হাসপাতালে।এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

এদিকে পানশালার ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আততায়ীদের প্রত্যেকের মুখ বাধা অবস্থায় থাকার কারণে দুষ্কৃতীদের চিহিত করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হামলাকারীদের গাড়িটি। সেটি রাস্তায় ধারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ জানিয়েছে, পালানোর আগে দুষ্কৃতীরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পিছনেও মাদক ব্যবসার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন