Bangla News Dunia , দীনেশ : আসন্ন নির্বাচনের আগে মহারাষ্ট্রে(Maharashtra) ভোট প্রচারে গিয়ে অমিত শায়ের ঘোষণা, ‘রাজ্যে পুনরায় এনডিএ সরকার এলে ধর্মান্তকরণ রুখতে কড়া আইন আনা হবে।’ এই কথার উল্লেখ রয়েছে বিজেপির(BJP) ইস্তাহার পত্রেও। ইতিমধ্যেই ধর্মান্তকরণ বিরোধী আইন পাশ করানো হয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড। এবার মহারাষ্ট্রেও এই আইন আনার প্রস্তাব দিয়ে নির্বাচনের আগে হিন্দুত্বের কার্ড খেলল বিজেপি, এমনটাই মত রাজ্য তথা দেশের রাজনৈতিক মহলের।
আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন
রবিবার মহারাষ্ট্রে প্রকাশিত বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতির ঝুড়ি উজাড় করে দিয়েছে গেরুয়া শিবির। ঘোষণা করা হয়েছে কৃষকদের ঋণ মুকুবের কথা। এছাড়াও মহিলাদের প্রতিমাসে ২১০০ টাকা ভাতা দেওয়ার কথাও লেখা রয়েছে এই ইস্তেহারে। বার্ধক্য ভাতা মাসে ১৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, ২০২৮ সালের মধ্যে তারা মহারাষ্ট্রকে এক ট্রিলিয়ন অর্থনীতির রাজ্য হিসেবে গড়ে তুলবে। শুধু তাই নয়, ক্ষমতায় এলেই রাজ্যের ২৫ লক্ষ যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এই ইস্তেহারপত্রে।
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
প্রসঙ্গত, মূলত লাভ জেহাদ রুখতে ২০২১ সালে উত্তরপ্রদেশে ধর্মান্তকরণ বিরোধী আইন পাশ করা হয়। যোগী রাজ্যের পাশাপাশি এই আইন পাশ করা হয় উত্তরাখন্ডেও। এছাড়াও মধ্যপ্রদেশ, কর্নাটক, এবং অসমের মতো রাজ্যেও এই আইন পাশ করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ রয়েছে। এবার মহারাষ্ট্রেও সেই প্রস্তাবের মধ্যে দিয়ে বিজেপির স্পষ্ট বার্তা, এনডিএ সরকার ‘লাভ জিহাদ’ বা ধর্ম পরিবর্তনের মতো কোনও ঘটনা একেবারেই বরদাস্ত করবে না।