Bangla News Dunia , দীনেশ : ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে মস্কোয় এক বড়সড়ো ড্রোন হামলা চালাল কিয়েভ। জানা গিয়েছে, ৩৪ খানা ড্রোন ছোড়া হয়েছে মস্কোকে লক্ষ করে। এছাড়াও আরও ৩৬ টি ড্রোন হামলা চালানো হয় রাশিয়ার অন্যান্য এলাকায়। এই ড্রোন হামলার দরুন মস্কো বিমানবন্দরমুখী বহু উড়ানকে ঘুরিয়ে দেওয়া হয় অন্যত্র। প্রায় ৩ ঘণ্টা ধরে এই ড্রোন হামলা চলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বিমানের মতো দেখতে সন্দেহজনক এই ড্রোনগুলিকে রুশ সেনা গুলি করে নামায়। হামলায় ১ জনের আহত হওয়ার খবর রয়েছে।
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
রাশিয়াও পালটা হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর। সূত্রের খবর, প্রায় ১৪৫ টি ড্রোন ছোড়া হয় ইউক্রেন সীমান্তের ওপারে। কিয়েভ সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার ৬২ টি ড্রোন তাঁরা গুলি করে নামিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে প্রায় ২ বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধ চলে আসছে। এদিকে আবার মার্কিন মসনদ এখন ট্রাম্পের দখলে। ক্ষমতায় এলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন বলেছিলেন তিনি। এখন দেখার বিষয় নিজের দেওয়া কথা অনুযায়ী সত্যিই এই দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে দিতে পারেন কিনা মার্কিন প্রেসিডেন্ট।