বিজেপির প্রচারে হাপিস মিঠুনের মানিব্যাগ, মাইকিং-এর পরেও ফেরাল না কেউ

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : মানিব্যাগ খোয়া গেল মহাগুরু মিঠুন চক্রবর্তীর। তাও আবার খোদ বিজেপির নির্বাচনি প্রচারে গিয়ে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে। ঘটনাটির পরে মঞ্চের থেকে মাইকিং করে আবেদন করা হয় মানিব্যাগ ফেরানোর জন্য।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

সূত্রের খবর, এদিন নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন মিঠুন। সেখানেই তাঁর মানিব্যাগটি খোয়া যায় বলে অভিযোগ। মহাগুরুর মানিব্যাগ হারানোয় শোরগোল পড়ে যায়। মাইকিং করে বলা হয়, ‘যে মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন, ফেরত দিয়ে দিন। ওতে মিঠুনদার দরকারি কাগজ রয়েছে।’ তবে শেষ খবর পাওয়া অবধি সেই মানিব্যাগ ফেরত দিয়ে যায়নি কেউ।

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে ৮২ টি আসনে। ২০১৯ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন মসনদ দখল করেছিলেন ৪৭ টি আসনে জয়ী হয়ে। সেখানেই এবার জিততে মরিয়া বিজেপি প্রচারে নিয়ে এসেছিল ‘সুপারস্টার’ মিঠুনকে। প্রিয় তারকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আর সেই ভিড়েই হারিয়ে গেল ‘মহাগুরুর’ মানিব্যাগ।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন