Bangla News Dunia , Pallab : প্রশ্নের মুখে নেসলে, পেপসিকো এবং ইউনিলিভার। ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর রিপোর্ট অনুসারে ভারতের মতো নিম্ন আয়ের দেশে নিম্নমানের পণ্য বিক্রি করছে, এই সব বহুজাতিক খাদ্য নির্মাণকারী সংস্থা গুলি। অলাভজনক সংস্থা অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ (এটিএনআই), প্রকাশিত গ্লোবাল ইনডেক্সে, এই ধরনের বহুজাতিক সংস্থার দ্বারা বিক্রি হওয়া পণ্য গুলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দেওয়া ‘হেলথ রেটিং সিস্টেম’-এ কম স্কোর পেয়েছে বলে অভিযোগ।
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে
বিশেষ এই রেটিং সিস্টেমের অধীনে, ৩.৫ এর উপরে পাওয়া খাদ্য পণ্যগুলিকে স্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। কিন্তু উচ্চ-আয়ের দেশ গুলিতে বিক্রি হওয়া পণ্যগুলির ক্ষেত্রে ৫-এর মধ্যে গড় স্কোর ২.৩। আর নিম্ন আয়ের দেশ গুলির ক্ষেত্রে তা আরও খারাপ, ১.৮।
বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গ্রুপটি ৩০টিরও বেশি দেশে বিক্রিত খাদ্যপণ্যের মূল্যায়ন করেছে। সূচকটি প্রথমবারের মতো নিম্ন এবং উচ্চ আয়ের দেশ গুলিতে মূল্যায়নকে বিভক্ত করেছে। #Short News
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও