বাংলাদেশে হিন্দুদের উপর হিংসা না থামালে বিজেপি নজিরবিহীন ব্যবস্থা নেবে, দাবি শুভেন্দুর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

suvendu

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হিংসার অভিযোগ নিয়ে বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সামনে তিনি জানান, এই নির্যাতন বন্ধ না হলে তাঁরা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন বন্ধের দাবিতে ধর্নায় বসবেন। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা বাংলাদেশের হিন্দু ও মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

 

আরো পড়ুন:-গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে হিন্দুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হয়, তাহলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বন্ধ করার দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলব।” তাঁর মন্তব্যে স্পষ্ট, বিজেপি নেতারা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন।

এছাড়াও শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশের হিন্দু এবং মুক্তিযোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে তাঁরা সচেতন রয়েছেন এবং প্রয়োজনে প্রয়াস চালিয়ে যাবেন। তাঁর মতে, পশ্চিমবঙ্গের জনগণও এই বিষয়ে সমর্থন করবে। তিনি আরও জানান, “আমরা এ বিষয়ে আন্দোলন করব এবং নিশ্চয়তা চাই যে বাংলাদেশে বসবাসরত হিন্দুরা সুরক্ষিত থাকবেন।”

 

আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন