Bangla News Dunia , দীনেশ : ইতিমধ্যেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আর সকাল থেকে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চললেও যতই বেলা বাড়তে শুরু করেছে ভোটাররা যতই ভোট কেন্দ্রের দিকে এগোচ্ছে তাদের নিজের নিজের ভোট দিতে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অপীতিকর ঘটনা সামনে আসছে। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র নৈহাটি যেখানে আজ উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে।
আর সেই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী রূপক মিত্র দাবি করেন বিভিন্ন এলাকায় তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তাদের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, মানুষকে উত্তপ্ত করা হচ্ছে যাতে তারা ভোট না দেয়। যেখানে বিজেপির ভোটার সংখ্যা বেশি সেখানে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে মানুষ ভোট দিতে না বেরোয় ঘর থেকে।
তিনি বলেন, নৈহাটি বিধানসভা কেন্দ্রের ১৬-১৭ নম্বর বুথে এজেন্টদের বসতে দেয়া হচ্ছে না। কারণ এই বুথে বিজেপির ভোটার বেশি , এই দুটি বুথ যদি শাসক দল দখল করতে পারে তাহলে বিজেপির ভোটার সংখ্যা কমবে এছাড়া তিনি বলেন ৬২ নম্বর বুথের এজেন্টকে হুমকি দেয়া হয়েছে এমনকি তার বাড়িও ভাঙচুর করা হয়েছে, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এরই সাথে তিনি বলেন, নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁপা এলাকার প্রায় চারটি বুথে গতকাল রাতেই শাসক দলের দুষ্কৃতীরা গিয়ে বিজেপির বুথ এজেন্টদের শাসিয়ে এসেছে। যার ফলে আজ তারা বাড়ি ছাড়া। ফলে ওই চার কেন্দ্রে আমরা এজেন্ট দিতে পারিনি। তিনি বলেন, 79 নম্বর বুথের বাইরে বহিরাগতদের জমায়েত এর খবর সামনে এসেছে, আমাদের লোকেরা সেখানে রয়েছে, বহিরাগতরা ভোটারদের কটুক্তি করছে যখন তারা ভোট দিতে আসছে, ফলে ভোট করানোর যে শান্তিপূর্ণ পরিবেশ তা বিঘ্ন ঘটাচ্ছে বহিরাগত দুষ্কৃতীরা, যারা শাসকদলের মদন পুষ্ট।