অশান্তির আবহে উপনির্বাচন চলছে নৈহাটিতে ! শাসকের চোরা সন্ত্রাস হাতেনাতে ধরলেন বিজেপির প্রার্থী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : আজ বুধবার রাজ্যের ছ’টি কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট হচ্ছে। তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। নৈহাটিতে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে ১৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১ হাজারের বেশি পুলিশ কর্মী।

আজ উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রে মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। নৈহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি এ বার সাংসদ নির্বাচিত হন। সে জন্য বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে হয় পার্থকে। তাই এখানে উপনির্বাচন হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী রূপক মিত্র। সকাল থেকে বুথে বুথে যাচ্ছেন বিজেপি প্রার্থী।

সময় এগোতেই অশান্তির ছায়া। বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাস। RG কর কাণ্ডে চাপে থাকা শাসক তৃণমূল বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে ভোট করাছে বলে অভিযোগ আসছে। ওই বিধানসভার মধ্যে 14/15/16/17- এই সকল বুথে বিজেপি এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। বেছে বেছে হিন্দু ভোটার দের রাস্তায় আটকে দিয়ে সন্ত্রাস করছে তৃণমূল। প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন দেখার নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে ! তবে বিজেপির প্রার্থী রূপক মিত্র হাতেনাতে ছাপ্পা ঠেকিয়েছেন। এমনটাই তিনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বললেন –

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন