Bangla News Dunia , দীনেশ : রেশন কার্ড (Ration Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কেন্দ্রীয় সরকার কর্তৃক সূচনা করা এই রেশন কার্ড দেশের নিম্ন দরিদ্র জনসাধারণের কাছে এক বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দেশের এখনো অনেক পরিবার রয়েছে, যাঁরা দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই সমস্ত পরিবারগুলোর পক্ষে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এই পরিবার গুলোর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রেশনিং প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের জনসাধারণ। আর এবার শোনা যাচ্ছে বহু গ্রাহকের রেশন কার্ড বাতিল হতে পারে।
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
Ration Card In West Bengal
করোনাকালীন সময় থেকে বিনামূল্যে রেশন সামগ্রী (Free Ration) দেওয়ার সূচনা করা হয়। পারিবারিক আয়ের উপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরির রেশন কার্ড হয়। এই কার্ড গুলোর ওপর রেশনের খাদ্য সামগ্রীর পরিমাণও ভিন্ন হয়। যদিও বেশ কিছু মাস ধরে রেশন সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি ও কারচুপির অভিযোগ উঠেছে। এমন অনেক রেশন গ্রাহক রয়েছেন, যাদের যে ক্যাটাগরির রেশন কার্ড হওয়া উচিত সেটা না হয়ে বেশি সুবিধাভোগী রেশন কার্ড ব্যবহার করছেন। আবার এমনও অভিযোগ উঠেছে যে, মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল না করে সেই কার্ডে পাওয়া খাদ্য সামগ্রীর সুবিধা ভোগ করছেন।
আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন
রেশন কার্ডের নতুন নিয়ম
দেশের খাদ্য সুরক্ষা দপ্তরে সরকারি আধিকারিকদের কাছে থেকে এইসব দুর্নীতির খবর কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছিয়েছে। এরপরই কেন্দ্রীয় সরকার এক বিশেষ নীতি চালু করেছেন। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, দেশের সমস্ত রেশন গ্রাহকদের ই-কেওয়াইসি পূরণ করতে হবে। এছাড়া আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করানো বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করার শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ১ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত, তবে বেশিরভাগ গ্রাহক এই কাজটি করে ওঠেননি।
এইজন্য কেন্দ্রীয় সরকার ১ নভেম্বর পর্যন্ত সময় দেন কিন্ত এখনোও পর্যন্ত অনেক গ্রাহক এই ব্যাপারটিকে সিরিয়াস ভাবে নিচ্ছেন না। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, ১ ডিসেম্বরের মধ্যে কোনো রেশন গ্রাহকের যদি ই-কেওয়াইসি পূরণ না করেন, তাহলে তাঁর রেশন কার্ড বাতিল করা হবে। এরফলে রেশন থেকে খাদ্য উপাদান আপনি আর পাবেন না। এখনো যাঁরা ই-কেওয়াইসি পূরণ করেননি, তাঁরা দ্রুত এই কাজটি সম্পন্ন করুন।
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
কিভাবে ই-কেওয়াইসি করবেন
আপনার নিকটবর্তী রেশন ডিলারশিপে গিয়ে যান। আপনার আধার কার্ড, রেশন কার্ড সঙ্গে নিয়ে যাবেন। রেশন ডিলারশিপের কাছে গিয়ে বললেই তাঁরা এই কাজটি করে দেবেন। ডিসেম্বরের মধ্যে এই কাজটি করে রাখুন নইলে আপনি রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবেন। কেন্দ্রীয় সরকার চাইছেন, দেশের যোগ্য ব্যক্তিরা সঠিক পরিমাণ খাদ্য উপাদান যাতে পেতে পারে। রেশন দুর্নীতি ঘোচাতে ও রেশনগ্রাহকদের তালিকা থেকে ভুয়ো নাম বাতিল করে রেশন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। আপনিও আপনার রেশন কার্ডকে সচল রাখতে ই-কেওয়ায়সি পূরণ করুন।