বঙ্গে কবে জাঁকিয়ে শীত পড়বে ? জানাল হাওয়া অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Weather-13

Bangla News Dunia , Pallab : নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময় চলছে কিন্তু এখনও পর্যন্ত বঙ্গে সেভাবে শীতের দেখা মেলেনি। যদিও ভোরের দিকে ঠান্ডা অনুভূতি হচ্ছে, তবে লেপ, কম্বল কিংবা সোয়েটার বের করার মতো জাঁকিয়ে শীতের এখনও অভাব রয়েছে। তবে বঙ্গে কবে জাঁকিয়ে শীত পড়বে ? কবে শীতের জোরালো অনুভূতির সন্ধান পাবে বঙ্গবাসী সেই দিকেই এখন চেয়ে বসে আছে রাজ্যের মানুষ।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরই মধ্যে রাজ্যের মানুষের জন্য এক দারুণ খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। যত দিন যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে ততোই সেই আগের মতো রোদের তীব্রতা আর নেই। তবে গায়ে রোদ লাগলে অস্বস্তি হচ্ছে কিন্তু গা জ্বলে পুড়ে যাওয়ার মতো সেই অবস্থাটা আর নেই। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পরে হাওয়ায় হালকা ঠান্ডা অনুভূতিও পাওয়া যাচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে স্বাভাবিক কিংবা তার নীচেও নেমে যেতে পারে। তাহলে এবার দেখে নেওয়া যাক, বুধবার থেকে চলতি সপ্তাহ জুড়ে কলকাতা সহ এ রাজ্যে কেমন থাকতে চলেছে আবহাওয়া? এমনিতেই যত দিন যাচ্ছে, বাতাসে উত্তুরে হাওয়া বইছে তাই ধীরে ধীরে পারদও নামতে শুরু করেছে। আস্তে আস্তে রাজ্য জুড়ে তৈরী হচ্ছে শীতের আমেজ। #End

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন