বিজেপি শাসিত রাজ্যগুলির জন্য বড় ধাক্কা ! বুলডোজার জাস্টিস নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : বিজেপি (BJP) শাসিত রাজ্যের জন্য বড় ধাক্কা। বুলডোজার নীতি (Bulldozer Justice) নিয়ে বড় রায় দেশের শীর্ষ আদালতের। কোনও অপরাধের কারণে কেউ অভিযুক্ত হলে বুলডোজার দিয়ে তাঁর বাড়ি ভেঙে ফেলা যাবে না। বুধবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলেন, ‘আমরা বাসস্থানের অধিকারের দিকটি গুরুত্ব সহকারে দেখেছি। সংবিধানের ১৯ এবং ২১তম অনুচ্ছেদেও এর উল্লেখ রয়েছে। বাসস্থানের অধিকার একটি মৌলিক অধিকার। এই ধরনের অধিকার থেকে নিরপরাধ মানুষকে বঞ্চিত করা সম্পূর্ণ অসাংবিধানিক।  যখন কোনও নির্দিষ্ট বাড়ি কিংবা কাঠামো হঠাৎ করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, অথচ অন্য কাঠামোগুলিকে রেয়াত করা হয় তখন ধরে নেওয়া যেতে পারে যে এই কাজটি বেআইনি নির্মাণে বাধা দিতে নয়, বরং আইনের ঊর্ধ্বে উঠে কোনও ব্যক্তি বিশেষকে শাস্তি দেওয়ার জন্যই করা হয়েছে।  এইভাবে ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না। কোনও ব্যক্তি বিচার করতে পারেন না, কে দোষী আর কে দোষী নয়। কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারেন না।’

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

বিচারপতিদ্বয় তাঁদের এই মন্তব্যের পর সাফ নির্দেশ দেন, ‘আগে থেকে শোকজ নোটিশ ছাড়া কোনও কাঠামো ভেঙে ফেলা যাবে না। নোটিশ পাঠানোর পর ১৫ দিন সময় দেওয়া হবে। তারপর বিষয়টি জেলাশাসককে জানানো হবে। জেলাশাসকের নিয়োগ করা নোডাল অফিসারের তত্ত্বাবধানে ভাঙার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।’  এরই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ এও বলেন, ‘যদি এই নির্দেশ মানা না হয়, তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেই যার বাড়ি অন্যায়ভাবে ভাঙা হচ্ছে, তার যাবতীয় খরচ মেটাতে হবে।’ #END

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন