শুভেন্দুর সভার অনুমতি দিয়েও সতর্ক করল হাইকোর্ট!

By Bangla News Dunia Rajib

Published on:

neta

Bangla News Dunia , Rajib : হাওড়ার শ্যামপুরে কামারপুর রোডে দেউলিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনসভার অনুমতি দিলেও ভবিষ্যতের জন্য সতর্ক করল কলকাতা হাইকোর্ট। আগামীতে সভাস্থলে যাতায়াতের রাস্তা কমপক্ষে ২০ মিটার চওড়া না হলে অনুমতি নয়, জানাল আদালত। হাওড়ার শ্যামপুরে দেউলিতে বুধবার শুভেন্দু অধিকারীর সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু যে মাঠে সভা হবে সেখানে যাওয়ার রাস্তা অতি সরু। ফলে জ়েড ক্যাটাগরির সুরক্ষা পাওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সেখানে ঢোকা এবং বার হওয়া কষ্টকর, এই যুক্তি দিয়ে সভার জন্য অনুমতি দেয়নি পুলিশ।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না বলে আদালতে মুচলেকা জমা দেন বিজেপি নেতার আইনজীবী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘মুচলেকা দিয়ে কোনও ঘটনা ঘটে গেলে জীবন বাঁচানো যায় না। ওই মাঠে হাজার দেড়েক লোক নিয়ে সভা করতে পারবে বিজেপি। শুধু বিরোধী নেতা ছাড়া আর কেউ গাড়ি নিয়ে মাঠের কাছাকাছি যেতে পারবেন না। সবাইকে হেঁটে যেতে হবে বড় রাস্তা থেকে।’

বিচারপতি মামলাকারীর আইনজীবীকে সতর্ক করে বলেন, ‘যদি ভবিষ্যতে কমপক্ষে ২০ মিটারের কম চওড়া রাস্তায় হয় সেক্ষেত্রে সভার অনুমতি দেওয়া হবে না।’ বিচারপতির যুক্তি, ‘জ়েড ক্যাটাগরির সুরক্ষাপ্রাপ্ত কোনও ব্যক্তির সঙ্গে অঘটন ঘটলে পুলিশের কিছু করার থাকবে না।’ ফলে এই সভার জন্য অনুমতি দেওয়া হলেও আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন