Bangla News Dunia , Rajib : বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মেটানো এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা চালু করা নিয়ে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে। এমনকি এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলেছে। এদিকে কেন্দ্রীয় সরকার চলতি বছর ১ জুলাই থেকে DA বা মহার্ঘ ভাতার পরিমাণ ৩ শতাংশ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যেখানে DA এর পরিমাণ ৫০ শতাংশ ছিল, বর্তমানে DA এর পরিমাণ ৫৩ শতাংশ হয়েছে। আর এই আবহে এবার রাজ্য কর্মীদের বকেয়া টাকা অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা ঘোষণা করল যোগী সরকার।
৩ শতাংশ বাড়ানো হল মহার্ঘ ভাতা
জানা গিয়েছে, চলতি বছর দীপাবলিতে যোগী সরকার তার ১২ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে বর্তমানে হারে DA এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। চলতি বছর ১ জুলাই থেকে নয়া হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে খবর। সেক্ষেত্রে জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন সেই রাজ্যের সরকারি কর্মচারীরা। নতুন করে DA বৃদ্ধির ফলে উত্তরপ্রদেশের প্রায় আট লাখ কর্মচারী এবং চার লাখ পেনশনভোগী আনন্দে। তবে, দীপাবলির বোনাস সমস্ত কর্মীদের জন্য উপলব্ধ ছিল না।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR
দুই মাসের মহার্ঘ ভাতা চলতি মাসেই ঢুকবে!
এদিকে আবার উত্তরপ্রদেশের সরকারী কর্মী এবং পেনশন ভোগীদের শুধুমাত্র চলতি মাসের ভাতা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তাই এবার যোগী সরকার ঘোষণা করেছে যে, চলতি মাসেই কর্মীদের অ্যাকাউন্টে গত দুই মাসের মহার্ঘ ভাতাও পাঠানো হবে। তবে এর পরিমাণ বেতনের ওপর নির্ভর করে অ্যাকাউন্টে জমা হবে। জানা গিয়েছে নতুন পেনশন নীতির শর্ত অনুযায়ী, পুরানো পেনশনভোগীদের জিপিএফ অ্যাকাউন্টে ১৮০০ টাকা বোনাস পাঠানোর পাশাপাশি চলতি মাসের শেষ নাগাদ রাজ্যের আট লাখ কর্মচারী ও চার লাখ পেনশনভোগীর অ্যাকাউন্টে প্রায় হাজার হাজার টাকা পাঠানো হতে চলেছে। সব মিলিয়ে টাকার পরিমাণ হবে প্রায় ৪৫০০ থেকে ১৪ হাজার টাকা।
প্রসঙ্গত, যোগী সরকারের সিদ্ধান্তে রীতিমত খুশিতে ডগমগ করছে সেই রাজ্যের সকল সরকারি কর্মীরা। যেখানে ২০১৭ সালে মাসিক বেতন ১৬০০০ টাকা পাওয়া যাচ্ছে সেখানে ২০২৪ সালে প্রায় ৪৭০০০ টাকা মাসিক বেতন পাচ্ছেন তাঁরা। সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে রাজ্যের প্রায় আট লাখ কর্মচারীর বেতন বেড়েছে। শুধু তাই নয়, পেনশনভোগীদের পেনশনও মারাত্মকভাবে বেড়েছে।
#END