Bangla News Dunia, দীনেশ : জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল (Brazil) যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই সঙ্গে তিনি যাবেন নাইজেরিয়া (Nigeria) ও গায়ানাতেও (Guyana)। আগামী ১৮-১৯ নভেম্বর ওই সম্মেলন হওয়ার কথা। তার আগে নাইজেরিয়ায় যাওয়ার কথা তাঁর। সম্মেলন শেষে দেশে ফেরার আগে দক্ষিণ আমেরিকার গায়ানায় যাবেন মোদি।
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
জানা গিয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে সেখানে যাবেন মোদি। ১৭ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনেতা সেদেশে পা রাখবেন। গতকাল বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়। সেখানে তাঁর নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর ১৮ ও ১৯ নভেম্বর জি২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ব্রাজিলের রিও ডি জেনিরোতে আয়োজিত হবে ওই সম্মেলন। সম্মেলনের পাশাপাশি বহু রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। এরপর যাবেন গায়ানায়। ১৯ থেকে ২১ নভেম্বর সেখানেই থাকবেন মোদি। সেদেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে সেখানে যাবেন তিনি। ১৯৬৮ সালের পর ভারতের কোনও প্রধানমন্ত্রী গায়ানায় যাননি। সেখানকার সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন
#END