নৈহাটি বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে বহিরাগত বাইক বাহিনীর জমায়েত ও ছাপ্পার অভিযোগ আনলো বিজেপি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ আর মাত্র দু ঘন্টা বাকি রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের ভোট শেষ হতে। এই উপনির্বাচন রাজ্যের ৬ কেন্দ্রে হচ্ছে। উত্তর ২৪ পরগনার অন্তর্গত নৈহাটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ভোট হচ্ছে। এই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তার ছেড়ে যাওয়া এই কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে। আর আজ সকাল থেকেই এই নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে।

সকাল আটটা পর্যন্ত নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ভোট হলেও যতই  বেলা গড়িয়েছে অশান্তির খবর ততই বেড়েছে। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় তৃণমূলের গুন্ডা বাহিনীর জমায়েত, তৃণমূলের বহিরাগত বাইকে বাহিনীর জমায়েত, তৃণমূলের কর্মীরা এলাকার সাধারণ মানুষকে ভোট দিতে যেতে বারণ করছে। কারণ মানুষ যদি বিজেপিকে ভোট দেয়।

তবে স্থানীয় বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছে ২৩ নম্বর ৩৩ নম্বর ও ৩৪ নম্বর বুথে বাইক বাহিনীর জমায়েত হয়েছে। তারা মানুষকে ভয় দেখানোর জন্য এই জমায়েত করছে। বিজেপির অভিযোগ তারা শেষ বেলায় ছাপ্পা দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছে ধানকল ডিফেন্স কলোনির ২৩ নম্বর বুথ ও কাঁচরাপাড়া রিফিউজি ফিসারমেন অফিসের 33-34 নম্বর বুথে ছাপ্পা হচ্ছে। সেখানে বিজেপির এজেন্টদের মেরে ও ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে । এছাড়াও বিজেপির তরফে দাবী করা হয়েছে, ‘জৌনপুর গার্লস হাই স্কুল’ এই স্কুলে ৬ ও ৭ নম্বর বুথ রয়েছে। এই দুই বুথেই ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। তবে এখন পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষের কোন খবর আসেনি।

Bangla news dunia Desk

মন্তব্য করুন