ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় ভুল ! ডাক্তারকে এলোপাতাড়ি ছুরির কোপ রোগিণীর ছেলের

By Bangla news dunia Desk

Published on:

breaking , mormantik

 

Bangla News Dunia , দীনেশ : ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা। কিন্তু তাঁকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক। আর তা জানতে পেরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের উপরেই ছুরি নিয়ে হামলা (Doctor Stabbed) চালালেন ক্যানসার আক্রান্ত ওই রোগিণীর ছেলে। বুধবার সকালে এমনই এক ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চেন্নাইয়ের (Chennai) এক হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

জানা গিয়েছে, চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের মা বেশ কিছুদিন ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অভিযুক্তের সন্দেহ ছিল চিকিৎসক মায়ের যথাযথ চিকিৎসা করছেন না এবং ভুল ওষুধ দিচ্ছেন। এরপরই চিকিৎসকের উপর ছুরি নিয়ে চড়াও হয়ে শরীরের নানা অংশে সাতবার এলোপাতাড়ি কোপ মারেন অভিযুক্ত। এই ঘটনার পর অভিযুক্ত হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলেও তাঁকে ধরে ফেলেন হাসপাতালের কর্মীরা। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত চিকিৎসক নিজেই হৃদরোগে ভুগছিলেন। তাঁর বুকে পেসমেকারও বসানো রয়েছে। ওই চিকিৎসক বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

এই ঘটনার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। আংশিক কর্মবিরতির ডাকও দেওয়া হয়েছে। তবে জরুরি বিভাগ খোলা থাকবে বলেই জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। অন্যদিকে, তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম হাসপাতালে নিরাপত্তার কোনও ত্রুটি ছিল না বলেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন (CM MK Stalin) তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এই ধরনের হামলা আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

#END

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন