Bangla News Dunia , Pallab : তুঙ্গে রাম যন্ত্রম রথযাত্রার প্রস্তুতি। আয়োজন দেখতে নাগপুরে গেলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভগবত। সেখানে তিনি মা কাঞ্চী কামাক্ষী ও ভগবান শ্রী রামের কাছে আশীর্বাদ চান।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
নাগপুরে রাম যন্ত্রম রথযাত্রার আয়োজন দেখতে যান আরএসএস কর্তা মোহন ভগবত। সেখানে তিনি রাম যন্ত্রম এবং শ্রী মহা নারায়ণ দিব্য রুদ্র সংহিতা শত সহস্র চণ্ডী বিশ্ব শান্তি মহাযজ্ঞের প্রস্তুতিও পর্যালোচনা করেন। সহস্র চণ্ডী মহা যজ্ঞ কমিটির প্রধান সমন্বয়কারী ডিএসএন মূর্তি রাম যন্ত্রম রথযাত্রায় মোহন ভগবতকে ধন্যবাদ জানান অংশগ্রহণের জন্য।
ডিএসএন মূর্তি বলেছেন যে আরএসএস কর্তা মোহন ভগবত মহাযজ্ঞের সফল আয়োজন এবং অযোধ্যা রাম মন্দিরে রাম যন্ত্রম স্থাপনের জন্য পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি যজ্ঞের ৪৫ দিন অযোধ্যায় উপস্থিত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। #Short News
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR