Bangla News Dunia , Pallab : রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে বুধবার হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ হল । সকাল থেকে হাড়োয়ার বিভিন্ন বুথে ঘুরে দেখা গেল, বিজেপির পোলিং এজেন্টই নেই। যদিও পদ্ম শিবিরের অভিযোগ, ‘‘তৃণমূলের হুমকির ভয়ে তাদের পোলিং এজেন্টরা বুথে বসতে পারেননি ।’’ যদিও, শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে ।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
2021 সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলাম প্রায় 81 হাজার ভোটে জয়লাভ করেছিলেন । কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি বসিরহাট থেকে জিতে সাংসদ হন ৷ সাংসদ হয়ে যাওয়ায় বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন ।
তাই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে । প্রার্থী হয়েছেন হাজি নুরুলের মেজো ছেলে শেখ রবিউল ইসলাম । তাঁর সঙ্গে লড়াই হচ্ছে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস প্রার্থীর । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়ায় মূল লড়াই আবর্তিত হচ্ছে তৃণমূল বনাম আইএসএফের মধ্যে । অবশ্য বিজেপি প্রার্থী বিমল দাসও লড়াইয়ে রয়েছেন । #Short News
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR